ভালোবাসা কি ?
কেমন আছেন সবাই আসা করি ভালো আছেন;
ভালোবাসার সূত্র ঃ-
ভালোবাসার মানুষের গুরুত্ব কেমন হওয়া উচিতআপনারা হয়তো সুনে অবাক হচ্ছেন ভালোবাসার আবার সূত্র হয় নাকি এটা আবার কি করে
সম্ভব আমি যদি বলি সম্ভব । অবশ্য আমার কথা আপনারা কেনই বা মানবেন যাই হোক চলুন
আজকে আমরা সবার জিবনের কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনাদেরও মনে হবে
আসলেই ভালবাসারও সূত্র হয় । আচ্ছা অনেক আজাইরা প্যাঁচাল পারলাম এবার আসল কথায় আসি
;
প্রথমেই বলে দি আপনারা জিতে গেছেন কারন আসলেই ভালবাসার নির্দিষ্ট কোন সূত্র
নেই তবে আমিও কিন্তু হেরে যাই নি কারন ভালবাসার নির্দিষ্ট কোন সূত্র না
থাকলেও এমন অনেক সূত্র আছে যা শুধুমাত্রই ভালোবাসা কে নির্দেশন করে কি বুঝলেন না
? আসুন আরও ভালো করে বোঝাই--
আমরা সবাই কারোর না কারোর প্রেমে পরেছি কেউ অল্প বয়সে আবার কেউ প্রাপ্ত বয়সে
প্রেমে পড়েছে সত্যি বলতে ভালবাসার কোন বয়স নেই সেটা যেকোনো বয়স এ হতে পারে । ওহ
একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম আপনারা হয়তো ভাবছেন প্রেম আর ভালবাসা দুটোই
এক এই তো খেয়ে গেলেন তো ধোঁকা প্রেম আর ভালোবাসা কখনোই এক না দুটোই
সম্পূর্ণ আলাদা । এখন নিশ্চয়ই আপনারা বলবেন তাহলে আপনিই বলুন কি পার্থক্য দুইটার
মধ্যে চলুন তাহলে এটার সমাধান করা যাক,
প্রেম কি ?
প্রেম হলো সাময়িক সময় এর জন্য আসা একটা নেশা যেটা আসে আবার চলেও যায় আর ভালোবাসা
মানে হলো ত্যাগ। নিজের সবটুকু দিয়ে ঐ মানুষ টাকে আগলে রাখা তাকে সম্মান করা তার
পছন্দ অপছন্দ সবকিছুর খেয়াল রাখা সে কি চায় না চায় সবকিছুর দিকে নজর দেওয়া তার
খুসির জন্য নিজের ছোট ছোট খুসি ত্যাগ করে তার মুখে হাসি ফোটানো এটাই
ভালবাসা ।
আর প্রেম ঐ যে বললাম একটা সাময়িক নেশা মাত্র প্রেম একটা নির্দিষ্ট কিছুর ওপর
ভিত্তি করে হয় যেমন হয় চেহারা দেখে আর না হয় টাকা-পয়সা দেখে প্রেমে পরার পর যদি ঐ
মানুষ টার চেহারা খারাপ হয়ে যায় তাহলেও প্রেম শেষ আর টাকা-পয়সা যদি ফুরায় যায়
তাহলেও প্রেম শেষ তো এই হচ্ছে অবস্থা প্রেমের বাজার এর যাই হোক বুঝলেন দুইটার
মধ্যে তফাৎ টা কোথায় ?
ভালবাসা
ভালোবাসার মানুষ যেমনি হোক তার ওপর থেকে কখনো মায়া একটুও কমবে না যদি কেউ কাউকে
সত্যি মন থেকে ভালোবেসে থাকে দুজনের যদি দুজনের ওপর সমান গুরুত্ত থাকে তাহলে
ভালোবাসার এই মধুর সম্পর্ক সারাজীবন থেকে যায় । একটা সম্পর্কের ভিত্তি দুজনের ওপর
সমানভাবে নির্ভরশীল তাই যদি কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকেন তাহলে নিজেদের
সেই সুন্দর সম্পর্ক কে আর সম্পর্কে থাকা সেই মানুষ টাকে গুরুত্ত দিবেন আর তার
পছন্দ অপচ্ছন্দের দিকে খেয়াল রাখবেন ।
Love is Magical
প্রেম আর ভালোবাসা নিয়ে আজকে অনেক গবেশনা হলো আসা করছি ভালোবাসা আসলে কি আর প্রেম
আসলে কি সবাই একটু হলেও বুঝতে পেরেছেন না বুঝতে পারলেও সমস্যা নেই কারোর কোন
প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স এ জানাবেন আমি অবশ্যই সবার উত্তর দেওয়ার চেষ্টা
করবো
সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো ভালবাসার নতুন
কোন গবেশনা নিয়ে ততক্ষণ সবাই বিন্দাস থাকুন হাসি খুসি থাকুন ।
আল্লাহ হাফেজ
আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url