৩ দিনে মেয়েদের ফর্সা হওয়ার জন্য ৫ টি সহজ উপায়

এখন ফর্সা হবে ছেলেরাও মাত্র কয়েকদিনের মধ্যেআসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। কে না চায় নায়িকাদের মতো লম্বা চুল, ফর্সা গায়ের রঙ আর উজ্জ্বল ত্বকের অধিকারি হতে। কেমিক্যাল প্রোডাক্টগুলোর কথা যদি বলি এগুলো আমাদের কোমল ত্বকের বারোটা বাজিয়ে দেয় । সেটা জেনেও সুন্দর দেখানোর জন্য অনেকেই বেশিরভাগ সময় কেমিক্যালের আশ্রয় নিয়ে থাকে।


আজকের আলোচনায় আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা ঘরে বসে প্রাকৃতিক উপায়ে কিছু ঘরোয়া উপাদান দিয়ে প্যাক তৈরি করে ফর্সা হতে পারেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ;

মেয়েদের জন্য তিন দিনে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়

  • ফর্সা হওয়ার জন্য চন্দন মুখে লাগানোর উপকারিতা ;- আপনাদের মধ্যে যারা হিন্দু রয়েছেন তারা জানে চন্দনের দাম সম্পর্কে অর্থাৎ এটা কত ইউনিক একটা জিনিস। আরে ছাড়া যারা পুষ্প মুভি দেখেছে তারা তো জানেই আমার মনে হয় সবাই দেখেছে তো এই চন্দনের গুড়া চেহারা ফর্সা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আপনি যদি নিয়ম করে চন্দন গুঁড়োর সাথে প্রতিদিন দুধ ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে হালকা করে মুখে ও শরীরের ম্যাসাজ করতে পারেন তাহলে এটা আপনার চেহারার রং কে অনেকটাই পরিবর্তন করবে। অর্থাৎ আপনার চেহারার উজ্জ্বলতা বাড়াতে এটা সাহায্য করবে।
  • ফর্সা হওয়ার জন্য মুখে টমেটো লাগানোর উপকারিতা ;- অনেকেরই দেখা যায় টমেটোতে এলার্জি রয়েছে তাই আপনার যদি এলার্জি থাকে তাহলে টমেটো ব্যবহারের দরকার নেই এতে বরং আপনার আরো ক্ষতি হবে আর আপনার যদি টমেটোতে অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটো ভালো করে মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। আপনার ত্বক ফর্সা ও সুন্দর হবে।
  • ফর্সা হওয়ার জন্য মুখে মধু লাগানোর উপকারিতা ;- চায়ের লিকার তো আপনারা সবাই চেনেন। তো এই প্যাকটি বানানোর জন্য যে কাজটি আপনাদের করতে হবে সেটা হলো প্রথমে আধা কাপ চায়ের লিকার আপনাকে ঠান্ডা করে নিতে হবে এরপর আপনাকে নিতে হবে দুই চামচ চালের গুড়া তার মধ্যে যে জিনিসটার সাথে হবে সেটা হল অর্ধেক চামচ মধু এরপরে তিনটি জিনিস ভালো করে মিশিয়ে আপনি যে ব্যক্তি তৈরি করবেন সেটা হবে আপনার ফেস এর জন্য অনেক উপকারী একটি প্যাক। প্যাকটি বানানোর পরে ভালো করে মুখে মাসাজ করে নিতে হবে এবং পরিষ্কার পানি দিয়ে পরে ধুয়ে ফেলতে হবে আশা করি বুঝতে পেরেছেন।
  • ফর্সা হওয়ার জন্য মুখে শসা ব্যবহারের উপকারিতা ;- আপনারা অনেকেই হয়তো সিনেমায় দেখেছেন নায়ক নায়িকারা চোখের উপরে শসা দিয়ে বসে থাকে এটা কিন্তু এমনি এমনি বসে থাকে না চোখের জন্য ও চেহারার জন্য উপকারী। কারণ শসার রস ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে আর চেহারাকে করে ফর্সা ও উজ্জ্বল তো আপনার অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন।
  • ফর্সা হওয়ার জন্য পাকা কলার উপকারিতা ;- আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারে কলা আবার কি করে চেহারার জন্য উপকারী হতে পারে করা যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি চেহারার জন্য উপকারী আপনি যদি প্রতি সপ্তাহে একবার করে হলেও পাকা কলা চটকিয়ে মুখে লাগাতে পারেন এবং তারপরে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে খুব সহজেই আপনার চেহারার সব ময়লা দূর করতে এটা অনেক সাহায্য করবে বিশ্বাস না হলে ব্যবহার করে দেখতে পারেন।

আশা করছি প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায়গুলো আপনাদের কাজে লাগবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন উপাদানগুলোর আপনার ত্বকের সাথে খাপ খায় কিনা কারণ সবার ত্বকে সব জিনিস খাপ খায় না। ধরুন আপনার এক বন্ধু যে উপাদান দিয়ে উপকার পেয়েছে সেই উপাদান দিয়ে আপনিও যে সমান ফলাফল পাবেন এমন কিন্তু নয় বরং তার উল্টাও হতে পারে।

অর্থাৎ আপনি খেয়াল করবেন যে আপনার ত্বকের সাথে কোন উপাদানটি বেশি খাপ খাচ্ছে আর আপনি নিয়মিত সেটাই ব্যবহার করুন আর পরবর্তীতে গিয়ে দেখবেন সেই উপাদানটি হবে আপনার ত্বকের সবথেকে ভালো সঙ্গী। সেজন্য আমি বিভিন্ন উপাদান দিয়ে কিভাবে প্যাক বানানো সেটা আমি আপনাদের দেখিয়েছি। সব সময় আগে অল্প করে হাতে লাগিয়ে দেখবেন কোন ধরনের চুলকানি হচ্ছে কিনা। তারপর পছন্দ মতো প্যাকটি বেছে নিন।

চেহারা ফর্সা হবে , এই ইচ্ছা তো সবারই থাকে , অর্থাৎ বাজার থেকে বিভিন্ন ‌রং ফর্সাকারী ক্রিম কিনে এনে ব্যবহার করেন তাতে যদি আপনার চেহারা সাময়িকভাবে ফর্সা হয়েও থাকে পরে গিয়ে ত্বকের কিন্তু ঠিকি ক্ষতি হবে। তাই জন্য ঘরোয়া উপায় বেছে নেওয়াই সবথেকে ভালো উপায় বলে আমি মনে করি। কারণ ত্বকের ধরন বুঝে ঘরোয়া উপাদান ব্যবহার করলে ত্বকের তেমন ক্ষতি হওয়ার ভয় থাকে না।

মেয়েদের ফর্সা হওয়ার জন্য ৫ টি ঘরোয়া সহজ উপায়

ফর্সা হওয়ার জন্য মুখে লেবুর ব্যবহারের উপকারিতা ; প্রথমে একটি লেবু নিয়ে নিন। তারপর লেবুটি কেটে নিন। এরপর ভালো করে লেবুর রসটুকু বের করে নিন। সেখান থেকে দুই চা চামচ লেবুর রস নিন এবং এক চা চামচ পানিতে মিশিয়ে ফেলুন। এভাবে মেশানোর পরে যে প্যাকটি তৈরি হবে সেটা ত্বকের যেখানে দাগ আছে সেখানে ব্যবহার করুন। লেবুর রসের সঙ্গে একি পরিমাণ মধু মিশিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন। প্যাকটি ব্যবহারের পর প্রথমে ১০ মিনিট অপেক্ষা করুন।

এরপর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। প্যাকটি ত্বকের উপযোগী কি না তা বোঝার জন্য ব্যবহারের আগে গলায় বা কানের পেছনে লাগিয়ে দেখতে পারেন। যদি কোনো খারাপ দিক দেখা না যায় তাহলে ব্যবহার করবেন। লেবুতে আছে ভিটামিন সি যা ত্বকের সব ধরনের দাগ-ছোপ পরিষ্কার করতে সহযোগিতা করে। ফলে ত্বক পরিস্কার হয় এবং ত্বকের রুক্ষতা কাটিয়ে উঠতে সাহায্য করে। যে কারণে ত্বক হয়ে ওঠে আরও উজ্জ্বল।

মুখে হলুদ দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়

এক চা চামচ কাঁচা হলুদ বেটে বা হলুদ গুঁড়া নিন। তার সাথে নিবেন দুই চা চামচ লেবুর রস এরপর এই দুটি উপাদান মিশিয়ে নিবেন । প্যাকটি যখন বানানো হয়ে যাবে তখন সেটা মুখে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিবেন । বাইরে বের হলে সূর্যের তাপ সরাসরি আমাদের মুখে এসে লাগে তার কারণে আমাদের ত্বকের যে জায়গা কালো হয়ে যায় সেই জায়গায় এই প্যাকটি ভালো করে ব্যবহার করুন।

মুখে ভালোভাবে লাগানো হয়ে গেলে যখন ১৫ মিনিট হয়ে যাবে তখন হালকা করে গরম পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন । আপনি যদি সপ্তাহে দুইবার এই প্যাকটি ভালো করে ব্যবহার করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এর ফলাফল পেতে শুরু করবেন। হলুদের ভেতরে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আন্টি ইনফ্লামেটরি উপাদানটি রয়েছে সেটা সব ধরনের খারাপ জীবাণু আপনার চেহারাকে দূরে রাখতে সাহায্য করে।

আর তার সাথে সাথে হলুদের থাকা উপাদানগুলো আপনাদের চেহারার খুব তাড়াতাড়ি ফর্সা হতে সাহায্য করে । আপনারা কি জানেন আপনাদের ত্বকের ভেতরে পর্যন্ত ময়লা জমে থাকতে পারে কিন্তু হলুদের মধ্যে যে ভেষজ উপাদান রয়েছে সেটা ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।এছাড়াও আমাদের চেহারাতে যে বয়সের ছাপ পড়ে সেটাও দূর করতে সাহায্য করে হলুদ।

ফলে আমাদের ত্বক থাকে টানটান অনেক বয়স পর্যন্ত। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ কথা ত্বকের উপকার করা ছাড়াও এটা শরীরের জন্য বেশ উপকারী অর্থাৎ আপনি যদি খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ প্রতিদিন নিয়ম করে খেতে পারেন তাহলে সেটা আপনার শরীরের টক্সিন নামক যে খারাপ উপাদানটি রয়েছে সেটা বের করে দিতে সাহায্য করবে।

দুধ দিয়ে ফর্সা হওয়ার উপায়

এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হল এক টেবিল চামচ দুধ নিবেন এবং সাথে এক চামচ মুভি নিয়ে নিবেন। এরপর ট্যাগ বানাতে হলে যে কমন কাজটা করতে হয় সেটা হল দুধ আর মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দুটি উপাদান যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন সেই মেশানো উপাদানকে আপনার চেহারাতে ভালো করে মেখে নিতে হবে। তারপর এখন আরামসে বসে থাকুন ১৫ মিনিট। তারপর পরিষ্কার পানি দিয়ে আপনার মুখটা ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহার করতে পারলে আপনার ত্বক দ্রুত ফর্সা হয়ে যাবে।

দুধের ভেতরে যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে সেগুলো ত্বকের ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা দূর করতে সাহায্য করে আর আপনার চেহারা হালকা হতেও সাহায্য করে। তার সাথে সাথে এটি আপনার পক্ষে করে নরম কোমল ও মসৃণ।

ফর্সা হওয়ার জন্য মুখে টক দই লাগানোর উপকারিতা ;- প্রথমেই আপনি দুই চামচ টক দই একটি বাটিতে রাখবেন তারপর এক চামচ মধু সেখানে রাখবেন এরপর দুটি উপাদান ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে যে প্র্যাকটি তৈরি হবে সেটা আপনার মুখে ভালোভাবে লাগিয়ে নিবেন এরপরে ১৫ থেকে ২০ মিনিটের মতো অপেক্ষা করতে হবে আপনাকে আর তারপর পরিষ্কার পানিতে আপনার মুখটা ধুয়ে ফেলুন । মুখ ধুয়ে ফেলার পরে আপনার টকের পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ প্রতিদিন ত্বকে টকদই ব্যবহার করতে পারলে সেটা আপনাদের চেহারাকে ফর্সা হতে অনেক সাহায্য করে আর তাছাড়া এটা শরীরের জন্য অনেক ভালো এবং সুস্বাদু ।

ফর্সা হওয়ার জন্য মুখে টমেটো ব্যবহারের উপকারিতা

টমেটো চেনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমার কথা শুনে হয়তো আপনারা বুঝেই গেছেন এবার আমরা প্যাক বানাবো টমেটো দিয়ে অর্থাৎ প্রথমে আপনি দুটি টমেটো ও দুই চামচ লেবুর রস একটি বাটিতে নিয়ে নিবেন তারপর টমেটো টা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে অর্থাৎ রস বের করার জন্য ব্লেন্ডিং তো করতে হবে তাই না। তো ব্লেন্ডিং করে ভালো করে টমেটোর রস বের করে নেবেন।

তারপরে লেবুর রসের সাথে টমেটোর রস ভালো করে মিশিয়ে নেবেন এরপরে যে প্যাকটি তৈরি হবে সেটা আপনার চেহারাতে ভালো করে মাসাজ করে নিতে হবে এরপরে কি করতে হবে আপনার এতক্ষণে বোঝাই গেছেন ভালো করে পরিষ্কার পানি দিয়ে আপনার মুখটা ধরে নিতে হবে এতে করে আপনার মুখ হবে পরিষ্কার উজ্জ্বল ও স্বচ্ছ।

লেখকের মন্তব্য ;-

পৃথিবীতে সবাই চায় সুন্দর হতে সবাই চায় আকর্ষণীয় হতে আর বর্তমান যুগের আকর্ষণীয় মানুষ বলতে ফর্সা ত্বকের মানুষকে বোঝায়। তাই ফর্সা হওয়াটা বর্তমান যুগের মানুষের কাছে। একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে এমনকি আমি নিজেও চাই ফর্সা ও সুন্দর হতে চাই। তাই চেহারাকে সুন্দর ও আকর্ষণীয় রাখতে যেগুলো ব্যবহার করলে আপনাদের উপকার হবে সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ আকাশ সিটির সঙ্গেই থাকুন।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url