ফেসবুক থেকে ইনকাম করার ৫ টি সহজ উপায়
আধুনিক যুগে ফেসবুক অনেক জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম। বহু মানুষ প্রতিদিন এই জায়গায় অধিক সময় কাটায় । তাই জন্য এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করাটাও অনেকটা ইজি হয়ে গেছে। এখন আপনি ঘরে বসেই খুব সহজেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকে এখন অনেক ভাবে টাকা ইনকাম করা যায়। কিন্তু এটার জন্য সঠিক নিয়মকানুন জানাটাও অনেক দরকার।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য অনেক উপায় রয়েছে যা জানতে পারলে অনেক মানুষ আছে যারা ফেসবুক থেকে এখন ইনকাম শুরু করতে পারবে। আজকে আমি এখানে কিছু এমন নিয়ম আপনাদের সাথে শেয়ার করবো জা জানলে আপনারাও বাকিদের মতো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে্ন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক।
ভূমিকা ;-ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ?
আধুনিক যুগে এসে ফেসবুক এমন একটি জায়গা যেখান থেকে প্রায় সবাই চায় টাকা ইনকাম করতে কিন্তু সবাই কি তা পারে ? না অনেকেই এখনো এর মাধ্যম সম্পর্কে পুরোপুরি জানেনা। আর তারা এটাও জানে না যে ফেসবুকের মত একটি জায়গা যেখানে শুধু ভিডিও দেখা ছাড়ার টাকা ইনকাম করা যায়। সময় যত এগিয়ে যাচ্ছে ততোই টাকা ইনকাম করার উপায় বেড়ে চলেছে। কিন্তু অনেকেই আধুনিক যুগের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। আজকে আমি এমন কিছু কথা বা নিয়ম আপনাদের বলবো যা শুনলে আপনাদেরও মনে হবে যে, ইস কেন আমরা এগুলো আগে জনালাম না। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো , কিভাবে ফেসবুক থেকে কয়েকটি উপায়ে টাকা ইনকাম করা যায়।
ফেসবুক মনিটাইজেশন কি ?
আধুনিক যুগে ফেসবুক অনেক ফেমাস একটি বিনোদনের মাধ্যম কিন্তু এটি শুধু বিনোদন দেওয়া ছাড়াও এখন সবাইকে দিচ্ছে ইনকাম করার এক সুবর্ণ সুযোগ। আপনারাও এখন চাইলে এই মাধ্যম থেকে করতে পারবেন টাকা ইনকাম । এখন প্রশ্ন হলো কিভাবে করবেন ? আমি আছি তো আমি বলে দিচ্ছি।
চলুন জেনে নেই নিন ফেসবুক বর্তমানে তাদের প্লাটফর্মে কিভাবে সবাইকে কাজ দিচ্ছে। বর্ক্রিতমান সময়ে এখন অনলাইনে যারা কন্টেন্ট ক্রিয়েট করে অনলাইন তাদের খুব গুরুত্ব দিচ্ছে। আর তাদেরকেই উৎসাহ দেয়ার জন্যই ফেসবুক চালু করেছে মনিটাইজেশন অপশনটি।
চলুন জেনে নেই নিন ফেসবুক বর্তমানে তাদের প্লাটফর্মে কিভাবে সবাইকে কাজ দিচ্ছে। বর্ক্রিতমান সময়ে এখন অনলাইনে যারা কন্টেন্ট ক্রিয়েট করে অনলাইন তাদের খুব গুরুত্ব দিচ্ছে। আর তাদেরকেই উৎসাহ দেয়ার জন্যই ফেসবুক চালু করেছে মনিটাইজেশন অপশনটি।
এখন হয়তো আপনারা ভাবছেন মনিটাইজেসন আবার কি জিনিস ? চলুন আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি মনিটাইজেশন হলো আমরা যদি কোথাও চাকরি পেতে চাই তাহলে আমাদের অবশ্যই জব ইন্টারভিউতে টিকতে হবে ঠিক তেমনি ফেসবুক মনিটাইজেশন হলো ফেসবুকে জব করার জন্য একটি ইন্টারভিউ অপশন।
অর্থাৎ ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনার ফেসবুকে মনিটাইজেশন অপশনটি অন করতে হবে। তার জন্য ফেসবুক আমাদের কিছু শর্ত বলে দিয়েছে ওই যে , চাকরি পেতে হলে যেমন ইন্টারভিউতে টিকতে হয় ঠিক তেমনি ফেসবুক থেকে ইনকাম করতে হলেও মনিটাইজেশন এর শর্তাবলী পূরণ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে ফেসবুক মনিটাইজেশন অপশন বলতে কী বোঝায় ?
ফেসবুক রিলস থেকে আয় করার উপায়
ফেসবুক তাদের প্লাটফর্মে যারা কনটেন্ট ক্রিয়েট করে তাদেরকে উৎসাহিত করার জন্য ন মনিটাইজেশ অপশন চালু করেছে। এর মধ্য দিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের বানানো শর্টস ও রিলস থেকে টাকা ইনকাম করতে পারবে। টিকটকে যেমন শর্ট ভিডিও গুলো এখন খুব জনপ্রিয় ঠিক তেমনি বর্তমানে ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় বিনোদন মাধ্যম হচ্ছে রিলস। অর্থাৎ ফেসবুক কোন মতেই কোন অ্যাপ এর থেকে পিছিয়ে থাকতে চায় না আর তাই তারা রিলস অপশনটি চালু করেছে।
সময়ের সঙ্গে বাড়ছে মানুষের ব্যস্ততা যার কারণে বড় বড় ভিডিওগুলো জনগণ খুব একটা দেখতে চায় না কারণ এতে তাদের সময়ের অপচয় হয় যার কারণে ছোট আকারের ভিডিওর জনপ্রিয়তা আস্তে আস্তে অনেক বেড়ে চলেছে আর এটা চলতেই থাকবে কারণ মানুষের ব্যস্ততা দিন দিন আরও বাড়তেই থাকবে। সেজন্য যারা রিলস ক্রিয়েট করে তাদেরকে নির্দিষ্ট দৈর্ঘ্যের ভিডিওতে মনিটাইজেসন অন করার সুযোগ দিচ্ছে ফেসবুক।
বেশিরভাগ সময় দেখা যায় প্রচুর ক্রিয়েটররা ভিডিও প্রকাশ করে আবার টাকা ইনকাম করাও শুরু করেন। কিছুদিন আগ পর্যন্ত ফেসবুক রিলস থেকে আয় করার একমাত্র উপায় ছিল রিলস বোনাস প্রোগ্রাম। ও আপনাদের তো একটা কথা বলাই হই নি ফেসবুক তাদের ভিডিও ক্রিয়েটরদের উৎসাহিত করতে এই বোনাস প্রোগ্রাম চালু করে।
ভিডিও তে যে ভিউ হয় এছাড়াও রয়েছে, এনগেজমেন্টস ও, শেয়ারসহ কয়েকটি ক্ষেত্রে ফেসবুকের বেধে দেওয়া কিছু টার্গেট যা পূরণের মাধ্যমে রিলস ক্রিয়েটররা এই বোনাসটি পেত। ফেসবুকে সাধারণ ভিডিও ও রিলস ভিডিওর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভিডিওর যে সময় রয়েছে সেটার পরিমাণ।
ভিডিও তে যে ভিউ হয় এছাড়াও রয়েছে, এনগেজমেন্টস ও, শেয়ারসহ কয়েকটি ক্ষেত্রে ফেসবুকের বেধে দেওয়া কিছু টার্গেট যা পূরণের মাধ্যমে রিলস ক্রিয়েটররা এই বোনাসটি পেত। ফেসবুকে সাধারণ ভিডিও ও রিলস ভিডিওর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভিডিওর যে সময় রয়েছে সেটার পরিমাণ।
- রিলস ভিডিওর সময় হতে হবে সর্বোচ্চ ৯০ সেকেন্ড এবং ভিডিও হতে হবে লম্বা সাইজের অর্থাৎ ৯.১৬ সাইজের।
- রিলস মনিটাইজেশন করতে পেজ বা প্রফেশনাল মুডের আইডিতে অন্তত ৫ হাজার ফলোয়ার থাকতে হবে।
- ৫টি ইউনিক ভিডিও থাকতে হবে, যা আপনিই প্রথম আপলোড করেছেন।
- শেষ ২ মাস বা ৬০ দিনে ৬০ হাজার মিনিট ওয়াচটাইম থাকতে হবে।
জেনে রাখা ভালো , অন্যের ভিডিও দিয়ে আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। এসব শর্ত পূরণ হওয়ার পর তবেই আপনি রিলস মনিটাইজেশন করার জন্য আবেদন করতে পারবেন। ফেসবুক আপনি তাদের সব সর্ত ঠিকঠাক মতো পূরণ করেছেন কিনা সেটা দেখার পর আপনাকে মনিটাইজেসন অপশনটি চালু করে দিবে। সব ঠিক থাকলে প্রফেশনাল ড্যাশবোর্ডে বা ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মনিটাইজেশন অন হবে কি হবে না।
অন হয়ে গেলেই আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন। সাধারণ ব্যবহারকারীরা ক্রিয়েটরদের রিলস ভিডিওতে স্টার দিতে পারবেন। ক্রিয়েটররা এসব স্টার ফেসবুকের কাছে বিক্রি করতে পারে। এভাবেই আস্তে আস্তে রিলস থেকে আপনার ইনকাম হতে থাকবে। আশা করি বোঝাতে পেরেছি।
ফেসবুক মার্কেটপ্লেস থেকে কীভাবে ইনকাম করবেন ?
আপনারা হয়তোবা অনেকেই ফেসবুক মার্কেট প্লেস এর ব্যাপারে জানেন। ফেসবুক এর মাধ্যমে আপনি যে কোন প্রোডাক্ট এর তথ্য নির্দিষ্টভাবে পাবলিশ করে লোকদেরকে দেখাতে পারবেন। যা একটি অনলাইন শপিং ওয়েবসাইট এর মতোই কাজ করে । এখন যাদেরই ফেসবুক একাউন্ট আছে তারাই নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস অনলাইনে ডিসপ্লে মানে সবাইকে দেখিয়ে এর দ্বারা টাকা ইনকাম করতে পারে।
সহজ কথায় আপনি যদি অনলাইনে ব্যাবসা করতে চান তাহলে ঘরে বসে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে সেই পণ্যর ব্যাপারে সব লিখে যাতে সবাই বুঝতে পারে আর কি ! এভাবে সবাইকে জানিয়ে দিতে পারেন এবং তা বিক্রি করতে পারেন। এরপর আপনার দেওয়া পণ্যর তথ্য মতে যদি কেও সেই পন্য কিনতে আগ্রহী হয়, তাহলে সে আপনাকে ফেসবুক অথবা মেসেঞ্জারে মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে।
তারপর আপনার এবং কাস্টমারের সমন্বয়ে পন্যটি ঘরে বসে বিক্রি করতে পারবেন। যত দিন যাবে আপনার কাস্টমার ততো বেশি হতে থাকবে। এতে করে আপনার ইনকামও বাড়তে থাকবে।
তারপর আপনার এবং কাস্টমারের সমন্বয়ে পন্যটি ঘরে বসে বিক্রি করতে পারবেন। যত দিন যাবে আপনার কাস্টমার ততো বেশি হতে থাকবে। এতে করে আপনার ইনকামও বাড়তে থাকবে।
কনটেন্ট আপলোড করে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন ?
ফেসবুকের ভিডিও মনিটাইজেশন এর ব্যাপারে আপনারা অনেকেই হয়তোবা শুনেছেন। এখানে যে এড দেখানোর সিস্টেম টা রয়েছে সেটাও ফেসবুকের পক্ষ থেকে এমন একটি সার্ভিস যার মাধ্যমে আপনি ফেসবুক ফ্যান পেজে ভিডিও আপলোড করে অনেক ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা চলুন , ফেসবুকে ভিডিও কন্টেন্ট আপলোড করে টাকা আয় সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
In-stream ads বা ভিডিও মনিটাইজেশন কি ?
সাধারণত এই এড বলতে বোঝানো হয়েছে ছোট্ট ছোট্ট বিজ্ঞাপন, যেগুলি সাধারণত আপনি আপনার ফেসবুক ভিডিওতে দেখাতে পারেন এবং তার থেকে টাকা ইনকাম করতে পারবেন। এজন্য আপনার একটি ফেসবুক পেজের প্রয়োজন হবে। তাতে আপনি ভিডিও আপলোড করে সেই ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন। আর এটা অনেকটাই ইউটিউব চ্যানেলের মতো।
ইউটিউব চ্যানেল এ যেভাবে ভিডিও আপলোড করা হয় এবং ভিডিওতে গুগোল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায় ঠিক সেভাবেই ফেসবুক পেজে নিজের বানানো ভিডিও আপলোড করে, In-stream ads এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করা যায়।
ইউটিউবে ইনকাম করার জন্য যেমন কিছু নিয়ম নীতি রয়েছে, ঠিক তেমনই ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য আপনাকে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করার উপায় গুলোর মধ্যে এটি সব থেকে লাভজনক ও জনপ্রিয় উপায়।
অ্যাফেলিয়েট মার্কেটিং করে কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন ?
অ্যাফেলিয়েট মার্কেটিং হলো এমন একটি বিষয় যা সকল ব্লগার বা ইউটিউবারদের কাছে পরিচিত একটি বিষয়। অনলাইনে টাকা ইনকামের জন্য এটা অনেক লাভজনক এবং কার্যকরী উপায়। বর্তমানে ঘরে বসে অ্যাফেলিয়েট মার্কেটিং করে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করছেন । অ্যাফেলিয়েট মার্কেটিং হলো এমন একটি উপায় যার মাধ্যমে কেতিন বিভিন্ন রকমের অনলাইন শপিং ওয়েবসাইট থেকে আপনার পছন্দমতো পণ্য বাছাই করে নিতে পারবেন।
তাছাড়াও বাছাই করা প্রোডাক্টগুলো নিজের ব্লগ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেখিয়ে লোকদেরকে প্রমোট করে কমিশন অর্জন করে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন শপিং সাইট যেমন, অ্যামাজন ফ্লিপকার্ড বা স্নাপডিল এর যেকোনো প্রোডাক্ট আমাদের এফিলিয়েট লিংকের দ্বারা মানুষদেরকে শেয়ার করার বা প্রমোট করার সুযোগ দিয়ে থাকে।
আমাদের শেয়ার করা প্রোডাক্ট এর লিংক থেকে যখন কেউ কিছু অনলাইনে কেনা কাটা করবে, তখন কিছূ কমিশন অ্যাফেলিয়েট কোম্পানি গুলো দিয়ে থাকে যার মাধ্যমেও আপনারা চাইলে টাকা ইনকাম করতে পারেন।
আমাদের শেয়ার করা প্রোডাক্ট এর লিংক থেকে যখন কেউ কিছু অনলাইনে কেনা কাটা করবে, তখন কিছূ কমিশন অ্যাফেলিয়েট কোম্পানি গুলো দিয়ে থাকে যার মাধ্যমেও আপনারা চাইলে টাকা ইনকাম করতে পারেন।
এরপর যদি কেউ আপনার শেয়ার করা প্রোডাক্টের লিংক থেকে কিছু কেনাকাটা করে, তাহলে আপনি যেই কোম্পানির লিংকটি শেয়ার করেছেন তাদের পক্ষ থেকে কমিশন পেয়ে যাবেন। সহজ কথা হলো, বর্তমানে যেকোনো অনলাইন শপিং সাইটে তাদের যেকোনো প্রোডাক্ট শেয়ার করে বা অ্যাফেলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়।
বিজ্ঞাপন দেখিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়
আপনার যদি একটি ফেসবুক ফ্যান পেজ থাকে এবং সেখানে অনেক বন্ধু থাকে অথবা একটি ফেসবুক গ্রুপ থাকে সেখানে যদি হাজার হাজার লাইক কমেন্ট থাকে তাহলে তাতে আপনি লোকাল প্রোডাক্টের বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারেন। আপনি চাইলে যে কোনো বিজ্ঞাপন যেমন- নতুন শো-রুম, রেস্টোরেন্ট এগুলোর বিজ্ঞাপন নিজের ফেসবুক পেযে দেখিয়ে টাকা ইনকাম করতে পারেন।
ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য সবার প্রথমে আপনাকে যারা বিজ্ঞাপন দেয় তাদেরকে খুঁজে বের করতে হবে। এজন্য আপনি আপনার আশে পাশে ব্যবসায়ীদেরকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে, আপনি কি আপনার ব্যবসা প্রচার ও প্রসারের জন্য বিজ্ঞাপন দিতে চান? তারা আগ্রহী হলে আপনি তাদের বিজ্ঞাপন গুলো নিয়ে করে আপনার ফেসবুক পেজ এ যেখানে হাজার হাজার লোক একটিভ রয়েছে সেখানে প্রচার করতে পারেন। যার কারনে আপনি তাদের থেকে টাকা নিয়ে ইনকাম বাড়াতে পারবেন।
এছাড়াও অনেক ব্লগার এবং ইউটিউব চ্যানেল মালিক রয়েছেন যারা আপনার পেজে তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার সাথে কন্টাক্ট করে আপনাকে টাকা দিবে। বিনিময়ে তারা নিজেদের ব্লগে বা ইউটিউবের জন্য কাস্টমার পেয়ে যাবে। এজন্য আপনাকে কিছু ব্লগ বা ইউটিউব মালিকদেরকে খুজে বের করতে হবে যারা কাস্টমার বাড়াতে চায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
লেখকের মন্তব্য ;-
ফেসবুক থেকে ইনকাম করার আরো অনেক উপায় রয়েছে যেগুলো থেকে চেষ্টা করলে টাকা ইনকাম করতে পারবেন যুগ যত এগিয়ে যাচ্ছে টাকা ইনকাম করার উপায় ততোই বেড়ে চলেছে। কিন্তু ইনকাম করার জন্য নির্দিষ্ট কিছু ন নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরন করা অবশ্যই জরুরী। ওপরে এমনি কিছু নিয়ম আপনাদের জন্য আমি তুলে ধরলাম। আশা করি অবশ্যই নিয়মগুলো আপনাদের উপকারে আসবে।ভালো লাগলে অবশ্যই এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এতে তারাও উপকৃত হবে।
আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url