কোন ফোনের ক্যামেরা সবচেয়ে ভালো

বর্তমানে এই সময়ে এসে আপনি যদি চান একে ভালো ক্যামেরা বা গেমের জন্য একটি ভাল ফোন কিনবেন তাও আবার 15 থেকে 20 হাজারের মধ্যে তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। এই পোস্টটি পাশ থেকে ছয়টি ফোন নিয়ে আলোচনা করব যেগুলো ক্যামেরা এবং গেমিং কোয়ালিটি হবে অসাম যাকে বাংলায় বলবেন বলা হবে অসাধারণ। তাদের মধ্যে ডিভাইস রয়েছে অফিশিয়াল আর কিছু রয়েছে আনঅফিসিয়াল।|


হ্যাঁ তো তাহলে আপনার এতক্ষণে বোঝাই গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব আমরা আজকে আলোচনা করব কোন ফোনের ক্যামেরা আর গেমিং কোয়ালিটি সব থেকে ভালো একটা সাধারণ বাজেটের মধ্যে তো চলুন আর দেরি না করে শুরু করার যাক ;

তো যে ফোনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তার সবগুলোই নিজ নিজ জায়গা থেকে একদম সেরা মানে এক নম্বরে যেটা নিয়ে কথা বলব সেটা ভালো আর বাকিগুলা তার থেকে কম আমার কিন্তু না। কেউ কারো থেকে তেমন একটা কম যায় না প্রত্যেকটি আলাদা আলাদা ব্যবহারকারীর জন্য একদম পারফেক্ট আছে। মানে যে যেমন চায় আর কি !

poco x5 pro phone details
প্রথমেই আমি যে ফোনটি নিয়ে আলোচনা করব সেটা হলো POCO X5 PRO যদি আমি জানি যে এই ডিভাইসটি প্রায় অনেকটাই আগের তবে খুব একটা আগেরও না এই প্রায় এক বছরের কাছাকাছি আগের ডিভাইস হবে। আপনার বাজেট যদি ২৭ হাজার টাকার আশেপাশে থাকে তবে ডিভাইস হিসেবে এটি বেশ ভালো তো আপনারা চাইলে এটাকে চুজ করতে পারেন।



এই ফোনটি দেখতেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এটার ভেরিয়েন্ট হলো ৬-১২৮ জিবি। যেটা আপনাদের অনেকের কাছেই অনেক ভালো লাগবে। পাশাপাশি এই ডিভাইসের মধ্যে রয়েছে অ্যামোলেড পানেল আর এছারাও রয়েছে ১২০ হার্ডজ যেটাকে হাই রিফ্রেসেটর বলা হয়ে থাকে। পাশাপাশি ফোনটিতে কনি গরিলা গ্লাস এরও প্রটেকশন সিস্টেম রয়েছে। এছাড়াও এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে রয়েছে QUALCOMN SNAPDRAGON 778G।

এরকম প্রাইজের ক্ষেত্রে যেটা খুবই ভালো মানের প্রসেসর হিসেবে বিবেচিত। এখন এই কথা বলতে গেলে অনেকেই বলবেন যে ভাই Realmi GT Master এই ফোনটি ও চুজ করতে পারিহ্যাঁ সেটা করতেই পারেন কিন্তু ওটা আরও একটা পুরনো স্মার্টফোন সেজন্য ওটার থেকে এটাই বেশি ভালো হবে বলে আমি মনে করি।আর তাছাড়া এটা ওটার থেকে নতুন হওয়ার কারণে এটা অবশ্যই আপনাকে বেটার সার্ভিস দিবে।

যেমন এই স্মার্টফোনে কিন্তু এন্ড্রয়েড থার্টিন আপডেট এভেলেবেল সুতরাং আপনি অবশ্যই লেটেস্ট এন্ড্রয়েড আপডেট লেবেলেই থাকছেন। এবার জেনে নেই এই ফোনের ক্যামেরা কেমন ? ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনের ক্যামেরা খুব একটা মন্দ না কারন কারণে ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের সরকারি সেন্সর এবং তার সাথে থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা সুটার।

আর এছাড়াও ফোনটির CC CAMERA ছিল ১৬ মেগপিক্সেলের। আর এই ফোন থেকে তোলা ছবিগুলোকেও মন্দ বলা যায় না ছবিগুলো বেশ ভালোই ছিল। অর্থাৎ মেইন ক্যামেরা তে তলা ছবিগুলো কেও বেশ ভালো বলা চলে।

POCO X5 PRO ফোনের ভিডিও কোয়ালিটি কেমন ?

এই ফোনে সর্বচ্চ ভিডিও দেখা যায় 4K কোয়ালিটি তে। ফোনটির ব্যাটারি ছিল ৫০০০ MPH ।আর চার্জিং সিস্টেম ছিল ৬৭ WD এই জায়গা থেকেও এই ফোনটিকে আমি মনে করছি বেশ স্ট্যান্ডারড তাছাড়া এই ফোনের স্পীকার সিস্টেম টাও বেশ ভালো গেমের দিক থেকে হয়ে ফোনটিকে ভালো বলে বিবেচনা করা যায়।

অর্থাৎ ক্যামেরাতেও আপনি বেশ ভাল স্যাটিসফেকসন পাচ্ছেন না সাথে সাথে গেমিং এর দিক থেকেও এই ফোনটি বেশ ভালো। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই ফোনটি আপনাকে কিনতে হবে আন অফিসিয়াল ভাবে বাজেট আসলে ৩০ হাজার।

Realmi 10 Pro + Phone details

এরপর আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব সেই ফোনটি হলো Realmi 10 Pro+। এটা কিন্তু রিসেন্ট কোনো ফোন না কিন্তু স্টাইল এটা আমরা চাইলে চুজ করতে পারি কারণ এটার ও পারফরমেন্স বেশ ভালো। আপনার জানলে খুশি হবেন যে , এটারও ভেরিয়েন্ট ৬....১২৮ জিবি। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের কার্ড অ্যামোলেড ডিসপ্লে খুবই পছন্দ তো তাদের জন্য আমি ফোনটি একদম পারফেক্ট।

এই ফোনটিতেও থাকছে ডিসপ্লে উইথ কার্ড অ্যামোলেড যা আপনাদের একবার দেখলেই অনেক ভালো লেগে যাবে। পাশাপাশি এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ১২০ হার্ডজ হাই রিফ্রেসেটর এবং আরও থাকছে ফুল HD + রেজুলেশন এছাড়াও এই ডিভাইসে প্রসেসর হিসেবে রয়েছে Media Tek Dimensity 1080। সাধারণ বাজেটের মধ্যে এটা নিঃসন্দেহে একটি সুন্দর ডিভাইস বা সুন্দর ফোন বলতে পারেন।

এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা সম্পর্কে যেখানে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম। এটা আমরা বললাম মেইন ক্যামেরা সম্পর্কে আর সামনে রয়েছে ১৬ মেগাপক্সেল ক্যামেরা। এই ডিভাইসের মেইন ক্যামেরার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনের ব্যাটারি রয়েছে ৫০০০ MPH ও চার্জিং সিস্টেম রয়েছে 67 WD এর এছাড়াও এই ফোনের স্পিকার সিস্টেমটাও অনেকটাই ভালো।

এখন হয়তো আপনারা ভাবছেন বাজেট কেমন হবে বাজেট আমার ভাই অতো না বাজেট হলো 25 k অর্থাৎ ২৫ হাজার। চিন্তার কোন বিষয় নেই ২৫ হাজারের ওপরে আমি যাবো না আজকে।

Redmi Note 13 5G Phone details

এবার এইরকম বাজেটের মধ্যে আমি আবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আরেকটু সুন্দর ডিভাইস বা ফোনের সাথে যার নাম হলো Redmi Note 13 5G। এই ডিভাইসটিতেও আমরা পেয়েছি অ্যামোলেড প্যানেল এ ছাড়াও রয়েছে ফুল HD রেজুলেশন আরো রয়েছে ১২০ হার্ডজ হাই রিফ্রেসেটর আর তাছাড়াও এই ফোনটির ব্রাইটনেস 1000 NITS!!! সিস্টেমটি বেশ ভালো।


আর চারজিং নিয়ে যদি বলি তাহলে এখানে থাকছে 33 wd এর একটি চার্জার। এখানে চার্জিং সিস্টেম একটু উন্নত করলে ভালো হতো। আর যদি গ্লাসের কথা বলি তাহলে সেটাও অসাধারণ এই ফোনে রয়েছে CORING GORILA GLASS 5। আবার প্রসেসর হিসেবে রয়েছে MEDIATEK DIMENSITY 6080 মোটামুটি মানের একটা প্রসেসর যেটাকে একদমই খারাপ বলা যায় না ২৫ হাজার টাকা বাজেটের মধ্যে এটা বেশ একটা ভালো মানের ফোনই বলা চলে।

এটার ফটো কোয়ালিটি অন্যগুলার থেকে একটু পিছিয়ে থাকলেও দাম হিসেবে এটাকে ভালো বলে বিবেচনা করা যায়। কারণ অন্যগুলোর থেকে এই ফোনটি আপনি পাচ্ছেন ৪-৫ হাজার টাকা কম দামে। তাই এই ডিভাইসটিকে খারাপ বললে ভুল বলা হবে।

এখন অনেকেই বলবেন যে ভাই আমি তো samsung এর ফোন নিতে চাই তাহলে আমি এগুলো কেন নিবো ? আমি আছি তো আমি বলে দিচ্ছি সামসাং এর মধ্যে যদি আপনারা ফোন নিতে চান তাহলে কোণগুলো নিতে পারেন তাহলে আর আজাইরা প্যাঁচাল না পেরে চলুন আপনাদের দেখাই কোনটা নেওয়া যায় ?

Samsung Galaxy A34 Phone details

আপনি যদি সামসাং ফোন নিতে চান তাহলে আপনি SAMSUNG GALAXY A34 এই ফোনটি পছন্দ করতে পারেন এটার ভেরিয়েন্ট হলো ৮-১২৮ জিবি। আর এটার প্রাইজ পরবে প্রায় ২৭ হাজারের আশেপাশে। আপনারা জানলে অবাক হবেন যে এই ফোনটার দাম কিন্তু আগে অনেক বেশি ছিল যদি আপনি ভালো ক্যামেরার জন্য কোন কিনতে চান তাহলে এই ফোনটি অবশ্যই আপনার পছন্দের তালিকায় থাকা উচিত।

এই ফোনটিতেও আমরা পেয়ে যাচ্ছি সুপার অ্যামোলেড প্যানেল ১২০ হার্ডজ রিফ্রেসেতর। আরও এই ফোনটিতে প্রসেসর ছিল Mediatek Dimensity 1080। এই ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে , ৮ মেগাপিক্সেলের আলট্রা সুটার আছে , আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে ১৩ মেগাপিক্সেলের। এই ফোনটিতে সর্বচ্চ ভিডিও রেকর্ড করা যায় 4k সিস্টেমে। মোটামটি সব দিক থেকেই ফোনটি বেশ ভালো।

তো বুঝতেই পারছেন এই ফোনটিও অন্যগুলোর মতোই বেশ ভালো তবে আমি যতটুকু জানি ক্যামেরার জন্য যদি ফোন কিনতেই চান তাহলে স্যামসাঙ এর ফোন ব্যবহার করে দেখতে পারেন। এটা আমার বেক্তিগত মতামত ছিল আর কি বাকি আপনি কোনটা ব্যবহার করবেন সেটা অবশ্যই নিজের পছন্দমতোই বাছাই করবেন।

লেখকের মন্তব্য ;

ফোন বাবহার করতে কার না ভালো লাগে। নিঃসন্দেহে এটা একটা শখের ডিভাইস কিন্তু বর্তমান যুগে এসে শখের থেকেও এটা ব্যবহার হয় পেশাগত কাজে। আজকাল ভিডিও বানানো এটাও একটা পেশা আর ভিডিও বানানোর জন্য নিঃসন্দেহে একটা ভালো ক্যামেরার ফোন দরকার এছাড়াও আরও অনেক প্রয়োজনীয়তা রয়েছে কেউ ভালো ফোন কিনতে চায় যেন সে আরামমতো গেম খেলতে পারে ফোনে । যাই হোক আমি এমন কিছু ফোনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যেটা একটা নির্দিষ্ট বাজেটের মধ্যেও হবে আবার ডিভাইসের মান টাও ভালো হবে।

আচ্ছা অনেক কথা বললাম আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url