ফেসবুক রিলস থেকে ইনকাম করার উপায় ও ফেসবুক মনিটাইজেসন অন করার উপায়
জেনে নিন ফেসবুক মনিটাইজেসন অন করতে হলে কি কি করতে হবেবর্তমান সময়ে এসে ফেসবুক হয়ে উঠেছে টাকার খনি কেন আমি এই কথা বললাম চলুন
আপনাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে বলি বর্তমানে সবাই ফেসবুকে ছোট যে ভিডিও গুলো
রয়েছে সেগুলো বানানো নিয়ে অনেক ব্যস্ত এখন হয়তো আপনার ভাবছেন ছোট ভিডিও আবার
কি এই সময়ে এসে যে ভিডিওগুলো দেখে সবাই সবার অবসর সময় পার করছেন অর্থাৎ তারা
ভিডিও দেখে সবাই পার করছে সেটার কথা বলছি ২০২৪ সালে এসে ফেসবুকে রেস্ট ভিডিও
বানিয়ে অনেকেই অনেক টাকা ইনকাম করছে।
অনেকের মনেই আগ্রহ জাগে যে তাদের মত আমরাও কিভাবে টাকা ইনকাম করতে পারব তাই আমি আপনাদের কাছে আজকে আবারো কিছু তথ্য নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ফেসবুকের ভিডিও থেকে টাকা ইনকাম করা যায় তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ;
টাকা ইনকাম করার বিষয়টির প্রথমেই আপনাকে করতে হবে সেটা হল আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোড অন করতে হবে। আর এই প্রফেশনাল অন করতে হলে যে কাজগুলো করতে হবে আমি সেগুলো নিচের দিকে ধাপে ধাপে বলে দিচ্ছি আমার সাথে সাথে আপনারাও করে ফেলুন ;
অনেকের মনেই আগ্রহ জাগে যে তাদের মত আমরাও কিভাবে টাকা ইনকাম করতে পারব তাই আমি আপনাদের কাছে আজকে আবারো কিছু তথ্য নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ফেসবুকের ভিডিও থেকে টাকা ইনকাম করা যায় তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ;
ফেসবু্কে রিলস ভিডিও থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ?
আপনাদের মধ্যে প্রত্যেকেই চায় যে নিজেদের পার্সোনাল একাউন্ট থেকে টাকা ইনকাম করতে অর্থাৎ আপনাদের যে ফেসবুকের পার্সোনাল প্রোফাইল রয়েছে সেখান থেকে আপনাদের একটা নির্দিষ্ট ইনকাম আসুক তো আমি আপনাদের আজকে যে কথাগুলো বলব সেগুলো যদি আপনারা ধাপে ধাপে পূরণ করতে পারেন তাহলে আপনার আজকে জানতে পারবেন কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল একাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের একাউন্টের মনিটাইজেশন অন করতে পারবেন।টাকা ইনকাম করার বিষয়টির প্রথমেই আপনাকে করতে হবে সেটা হল আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোড অন করতে হবে। আর এই প্রফেশনাল অন করতে হলে যে কাজগুলো করতে হবে আমি সেগুলো নিচের দিকে ধাপে ধাপে বলে দিচ্ছি আমার সাথে সাথে আপনারাও করে ফেলুন ;
- প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হল আপনার ফেসবুক একাউন্টের মধ্যে ঢুকবেন এরপর আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলের ঠিক ডান সাইডে থ্রী ডট নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন।
- সেখানে ক্লিক করা হয়ে গেলে দেখবেন বাম সাইডে আপনার প্রোফাইলের ছবি এবং প্রোফাইল এর নাম দেয়া রয়েছে। সেই নামের উপর একটা ক্লিক করুন।
- এরপর যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হল আপনি দেখে নিবেন আপনার প্রোফাইল আনলক করা আছে কিনা ? যদি না করে থাকে তাহলে দেখবেন আপনার প্রোফাইলে ডান সাইডে থ্রি ডট রয়েছে সেখান একটি ক্লিক করুন।
- ক্লিক করার পরে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে আনলক প্রোফাইল অপশনটি সিলেক্ট করে সেখানে ক্লিক করুন।
- ওখানে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারেস্টে চলে আসবে সেখানে লেখা থাকবে আনলক প্রোফাইল ওখানে আবার একটি ক্লিক করুন।
- ক্লিক করা হয়ে গেলে এবার আপনার সাথে আরেকটি ইন্টারফেস চলে আসবে সেখানে ঠিক নিচের দিকে দেখতে পাবেন লেখা রয়েছে আনলক ইউর প্রোফাইল সেখানে আবার একটু ক্লিক করুন।
- প্রোফাইল আনলক হয়ে যাওয়ার পরে আবার আপনি থ্রি ডটে চলে আসুন এবং সেখানে ক্লিক করুন।
- ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসছে এবং সেখানে ঠিক নিচের দিকে একটি অপশন রয়েছে যার নাম হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড সেখানে আবার ক্লিক করুন।
- এরপরে আপনি চলে যাবেন সেখানে নিচের দিকে লেখা থাকবে টার্ন অন সেটা আবার ক্লিক করুন।
- টার্ন অন অপশনে ক্লিক করার পরেই আপনার প্রফেশনাল মোড অন হয়ে যাবে।
- এরপর যখন আপনি আপনার প্রোফাইলে আসবেন তখন আপনার প্রোফাইলের নিচে দেখবেন ফলো নামক অপশনটি চলে আসছে অর্থাৎ এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ফলোয়ার কতজন
- আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, মনিটাইজেশন অন করার জন্য আপনার একাউন্টে ৫০০০ ফলোয়ার টাকা আবশ্যক।
- এখন প্রশ্ন হচ্ছে প্রফেশনাল মুক্ত অন করা হলো কিন্তু টাকা ইনকাম কিভাবে করা যাবে এখন যে কাজ টা আপনার হবে সেটা হচ্ছে রিলস ভিডিও আপলোড করতে হবে যত বেশি আপলোড করবেন ততই আপনাদের জন্য ভালো।
- আরো একটা কথা আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা টিকটক এ কাজ করেছেন বা ভিডিও আপলোড করেছেন সেই ধরনের ভিডিও আপনি এখানে চাইলে ভিডিওতে আপলোড করতে পারেন একই কাজ।
- প্রথমেই আপনি আপনার ফেসবুক প্রোফাইলের ভেতর চলে আসবেন।
- প্রোফাইলে প্রবেশ করার পরেই দেখতে পাবেন ঠিক উপরের দিকে প্লাস একটি আইকন রয়েছে অর্থাৎ প্লাস চিহ্ন রয়েছে সেটার উপরে ক্লিক করুন।
- এরপর আপনাদের সামনে চারটি অপশন চলে আসবে যেমন পোস্ট, স্টরি, রিল এবং লাইভ ওই চারটি অপশনের মধ্যে রিলস অপশনটিতে ক্লিক করুন।
- ক্লিক করার পরে আপনার ভিডিও আপলোড করার জন্য আপনার গ্যালারিতে যে ভিডিও গুলো রয়েছে সেগুলো শো করা হবে সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত যে কোন ভিডিও আপলোড করতে পারেন তবে সেই ভিডিওগুলো অবশ্যই এক মিনিটের কম সময় হতে হবে।
- সেগুলোর মধ্যে একটি ভিডিওতে ক্লিক করুন।
- পরবর্তীতে দেখবেন ডান সাইডে একদম নিচে নেক্সট নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
- এরপর আপনাদেরকে যে ইন্টার ফেসে নিয়ে যাওয়া হবে সেখানে উপরের দিকে বাম সাইডে আপনার ভিডিও শো করা হবে এবং ডান সাইডে সেই ভিডিও সম্পর্কে কিছু লিখতে বলা হবে অর্থাৎ description বক্সে আপনাকে ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে।
- আর নিচের দিকে নীল বাটন এর মধ্যে লেখা থাকবে শেয়ার নাউ ভিডিও সম্পর্কে লেখা হয়ে গেলে নিচের দিকে এসে শেয়ার নাও অপশনে ক্লিক করে দিন।
- ব্যাস হয়ে গেল আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও শেয়ার করা।
- কিছুক্ষণের মধ্যেই আপনার শেয়ার করা ভিডিওটি আপলোড হয়ে যাবে।
আরও পড়ুন ঃ ঘরে বসে ই টিন সার্টিফিকেট তৈরি করার সহজ নিয়ম
যারা এর আগে ছোটখাটো ভিডিও এডিট করেছেন তারা এ বিষয়ে ভালো জানবেন। এছাড়া একটি সহজ উপায় হলো, আপনারা যখন ভিডিওটি করবেন তখন ফোন সোজা ধরে রেখে করবেন। এতে ভিডিওটি ৯;১৬ অনুপাতের হবে।
ফেসবুক মনিটাইজেসন কীভাবে অন করবেন ?
এখন আপনার মনিটাইজেশন কিভাবে অন করবেন এবং মনিটাইজেশন অন করে কিভাবে টাকা ইনকাম করবেন সে বিষয়ে আমি সংক্ষেপে একটু কথা বলছি ;- প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন।
- প্রোফাইলে গিয়ে আপনার নামের উপর ক্লিক করবেন সেখানে ক্লিক করেন আপনি দেখতে পাবেন সি ড্যাশবোর্ড নামে একটি অপশন সেখানে আবার একটি ক্লিক করে দিবেন।
- এরপর আপনাকে যে ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে সেখানে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কয়েকটি অপশন চলে আসবে তার মধ্যে ঠিক ওপরে লেখা থাকবে Not vet available এটা লেখা থাকার মূল কারণ হচ্ছে, ফেসবুক আপনার অ্যাকাউন্টে এখনো মনিটাইজেশন করে দেয়নি। এটা ফেসবুক আপনাকে নিজে থেকেই করে দেবে যখন আপনি ফেসবুকে দেয় সব শর্তগুলো পূরণ করতে পারবেন।
তো আপাতত অবস্থায় আপনাদের প্রাথমিক কাজ হবে নিয়মিত সুন্দর সুন্দর রিলিজ ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করা। এভাবে আরো ভালো ভিডিও আপলোড করার মধ্য দিয়ে আপনার যদি ফেসবুকের সবগুলো শর্ত ঠিকমতো পূরণ করতে পারেন তাহলে আপনি দু থেকে তিন মাসের মধ্যেই আপনার একাউন্টে মনিংটাইজেশনটি পেয়ে যাবেন।
সবার জন্য শুভকামনা রইল আর ঠিক যখন আপনাদের অ্যাকাউন্টে মনিটাইজেশন অন হয়ে যাবে তখন প্রতিদিন আপনারা কিছু না কিছু পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। যেটা আপনাদের জন্য খুবই লাভজনক একটা ব্যাপার হবে।
আশা করি আপনার আমার এই পোস্টটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন বা আমি আপনাদের জানাতে পেরেছি।
লেখকের মন্তব্য ;
টাকা ইনকাম করতে সবাই চায় কিন্তু টাকা ইনকাম করার জন্য যে প্রশ্নগুলো করতে হয় সেগুলো অনেকে করতে পারে না বিলস ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার সহজ ব্যাপার হলেও অনেকে কিছুদিন পরে এই কাজটি চলমান রাখতে পারেনা। যার কারণে অনেকেই ঝরে পড়ে। তো আপনাদের জন্য শুভকামনা রইল আশা করছি আপনারা সফল না হওয়া পর্যন্ত আপনাদের কাজ সঠিকভাবে করে যাবেন আর দিন শেষে ভালো ফলাফল পাবেন। এরকমই আরো উপায় জানার জন্য আকাশ সিটির সাথেই থাকুন।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url