একটি ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে কি কি প্রয়োজন হয় এবং কি কি শর্ত পূরণ করতে হয় ?
আসসালামালাইকুম সবাইকে । আপনারা যারা ব্লগিং করে অর্থাৎ আপনাদের ব্লগিং অ্যাকাউন্ট থেকে এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে চাচ্ছেন আজকের আলোচনা তাদেরকে নিয়ে অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে ব্লগিং অ্যাকাউন্টে এডসেন্স পেতে হলে ঠিক কি কি শর্তাবলী পূরণ করতে হয়। তো আজকের আলোচনায় আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিব তাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন।
তো একটি ব্লগার একাউন্টে অ্যাডসেন্স পেতে হলে আপনার একাউন্টের মধ্যে কি কি থাকতে হবে এবং কি কি শর্ত পূরণ করতে হবে যাতে করে আপনি আপনার একাউন্টে মনিটাইজেশন অন করতে পারেন সেই সবকিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ;
ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে কি কি প্রয়োজন হয় এবং কি কি শর্ত পূরণ করতে হয় ?
ওকে আপনার যদি একটি ব্লগার অ্যাকাউন্ট থাকে এবং আপনি চান সেই অ্যাকাউন্টে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে যে শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে সেগুলো আমি নিচে ধাপে ধাপে সুন্দর করে এখন বর্ণনা করবো। আর আপনাদের কাজ হবে শুধু সেগুলো মনোযোগ দিয়ে জেনে নেওয়া তাহলে এবার কষ্ট করে একটু নিচের দিকে দেখুন সব জানতে পারবেন ;ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে ইউনিক কনটেন্ট লিখুন ;
প্রথমে একটি ব্লগার একাউন্টের মনিটাইজেশনাল করতে হলে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আপনার ব্লগার একাউন্টের আপনার তৈরি করা ইউনিক কিছু কনটেন্ট অর্থাৎ দেখা যায় যে আপনার মতো অনেকেরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে এবং তারাও অনেক ধরনের কন্টেন্ট প্রতিদিন পাবলিশ করে থাকে।তো আপনার ওয়েবসাইটে কিছু এমন কনটেন্ট থাকতে হবে অর্থাৎ এমন বিষয়ে আপনার কন্টেন্ট লিখতে হবে যেগুলো সচরাচর সবাই লিখে না। যাতে করে সবাই আপনার কনটেন্ট করতে পছন্দ করে যার কারণে আপনার ব্লগার একাউন্টে ভিজিটর আসতে অনেক সুবিধা হবে এবং দিন দিন আপনার ভিজিটর বাড়তে থাকবে আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে এটা করা প্রয়োজন।
ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে আপনার ব্লগার একাউন্টে একাধিক পোস্ট থাকতে হবে
যখন আমরা কোন অফিসে বা কোম্পানিতে জব করতে যাই তখন একটা জিনিস অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে যোগ্যতা। তেমনি আপনার যদি ব্লগার একাউন্ট থাকে আর আপনি যদি ওয়েবসাইটে এডসেন্স পেতে চান তার মানে এটা না যে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই আপনার যোগ্যতা যাচাই করা হবে। এখন যোগ্যতা যাচাই কারা করবে নিঃসন্দেহে গুগল কর্তৃক আপনার যোগ্যতা যাচাই করা হবে।অর্থাৎ গুগলের কিছু শর্ত দেওয়া থাকবে যে এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। ঠিক তেমনি একটি শর্ত হল আপনার একাউন্টে অধিক পোস্ট থাকতে হবে এবং সেটা আপনার নিজস্ব পোস্ট হতে হবে। অর্থাৎ অন্য কারো একাউন্ট থেকে আর্টিকেল কপি করে নিয়ে এসে যদি আপনি পোস্ট করেন তাহলে নিঃসন্দেহে সেটা আপনার ভুল ধারণা।
এতে করে আপনি কপিরাইট খাবেন এবং আপনার ব্লগার একাউন্টটি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই যে পোস্টগুলো লিখবেন সেগুলো নিজে নিজে কষ্ট করে রিসার্চ করে লিখবেন এতে করে আপনার যোগ্যতা যাচাই করতে গুগলের সুবিধা হবে আর লক্ষ্য রাখবেন আপনার লেখা প্রত্যেকটি পোস্টে যেন কমপক্ষে ৫০০ করে শব্দ থাকে তো এটা গেলো গুগলের দেওয়া দ্বিতীয় শর্ত। ব্লগার অ্যাকাউন্টে এডসেন্স পেতে হলে এগুলো অবশ্যই করতে হবে।
ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে আপনার অ্যাকাউন্টটি অ্যাডসেন্স পাওয়ার জন্য যোগ্য কিনা যাচাই করুন
তো যাই হোক এবার আমরা চলে আসি আমাদের তিন নম্বর পয়েন্টে যেটা হচ্ছে Make Sure your site pages are ready for Aedsense আমি আপনাকে চেক করতে বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাডসেন্স পাওয়ার জন্য তৈরি কিনা বা আপনার অ্যাকাউন্টটি স্পেশাল কিনা। আর এখানে গুগল কর্তৃক দুইটা বিষয়কে অবশ্যই ফলো করতে হবে সেগুলোর মধ্যে প্রথমটা হলো ;
- Consider the arrangement of the elements
- Providing comment section for your visitors
এবার আমরা চলে যাবো দ্বিতীয় নম্বর শর্তে সেটা হচ্ছে ;
- Do you pages have clear, easy-to-use navigation ?
এই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেষ্টিং কারণ এই শর্তে বলা হয়েছে যে আপনি যে ওয়েবসাইটটি পরিচালনা করছেন সেই ওয়েবসাইটে যদি মানুষ ঢুকে তাহলে কি সঠিক ভাবে সঠিক তথ্যগুলো সে পাবে অর্থাৎ তার জন্য কে আপনার পোস্টগুলো পড়া সহজ হবে বর্তমানে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর ভিতরে ঢুকলে বুঝাই যায় না যে কোথায় গেলে কি করতে হবে এবং কিভাবে সেই ওয়েবসাইটে থাকা পোস্টগুলো পড়তে হবে।
যেকোনো পাঠক চাইবে যে ওয়েবসাইটে প্রবেশ করার পর যে টপিক নিয়ে সে পড়তে চাইছে সেই টপিকটা যেন সহজেই সে খুঁজে পায় আর যদি সেটা না পায় তাহলে সে আর কখনো পরবর্তীতে ওই ওয়েবসাইটে আসবে না আর এটাই স্বাভাবিক তাই জন্য আপনার ওয়েবসাইটে যদি এরকম কোন সমস্যা থেকে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে ফেলুন।
কারণ বর্তমানে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর ভেতরে ঢুকলে দেখা যায় যে ড্রপডাউন মেনুগুলো ঠিকমতো সাজানো বা মূল মেনু ঠিকমতো সাজানো নেই এছাড়াও কন্টাক্ট ্ফ ডিটেলস এগুলো কিছু অপশন থাকে যেগুলো সঠিক মত সাজানো থাকে না বেশিরভাগ পাঠকরা চায় যে মূল মেনুর ভেতরে গিয়ে যে পোস্টগুলো সে করতে চাইছে সেগুলো যেন সহজে খুঁজে পায়।
কারণ অনেকক্ষণ ধরে স্ক্রল করে তারপরে পোস্ট খুঁজে বের করে পড়া এরকম ধৈর্য আজকাল কোন মানুষেরই থাকে না সবাই চায় শর্টকাট ইজি মাধ্যম তাই জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটে যদি ড্রপডাউন মেনু এগুলো ঠিকমতো সাজানো না থাকে বা মুনমেলো ঠিকমতো সাধারণত থাকে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে ফেলুন যাতে করে পাঠকদের পড়তে সুবিধা হয় এবং তাদের যে কোন পোস্ট খুঁজে বের করতে অনেক সহজ মনে হয়।
এতে করে ওয়েবসাইটে আসা পাঠক গুলো আপনার পোস্টগুলো পড়ে অনেক শান্তি পাবে এবং পরবর্তীতে তারা আপনার ওয়েবসাইট ভিজিট করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। আশা করি আমার কথা বুঝতে আপনাদের আর কোন অসুবিধা নেই তাই যদি আপনার ওয়েবসাইটে কোন অসুবিধা থেকেও থাকে এখনই ঠিক করে ফেলুন।
কারণ অনেকক্ষণ ধরে স্ক্রল করে তারপরে পোস্ট খুঁজে বের করে পড়া এরকম ধৈর্য আজকাল কোন মানুষেরই থাকে না সবাই চায় শর্টকাট ইজি মাধ্যম তাই জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটে যদি ড্রপডাউন মেনু এগুলো ঠিকমতো সাজানো না থাকে বা মুনমেলো ঠিকমতো সাধারণত থাকে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে ফেলুন যাতে করে পাঠকদের পড়তে সুবিধা হয় এবং তাদের যে কোন পোস্ট খুঁজে বের করতে অনেক সহজ মনে হয়।
এতে করে ওয়েবসাইটে আসা পাঠক গুলো আপনার পোস্টগুলো পড়ে অনেক শান্তি পাবে এবং পরবর্তীতে তারা আপনার ওয়েবসাইট ভিজিট করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। আশা করি আমার কথা বুঝতে আপনাদের আর কোন অসুবিধা নেই তাই যদি আপনার ওয়েবসাইটে কোন অসুবিধা থেকেও থাকে এখনই ঠিক করে ফেলুন।
ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে
অনেকের মনে এখন প্রশ্ন জাগবে যে আমার বয়স যদি ১৮ বছর বয়সের কম হয় তাহলে কি আমি ওয়েবসাইট পরিচালনা করতে পারব না উত্তরটি হচ্ছে হ্যাঁ অবশ্যই পারবেন কিন্তু তার জন্য আপনাকে আপনার মধ্যে যেকোনো একজনের নাম দিয়ে ওয়েবসাইট টি খুলতে হবে এবং তাদের ডিটেলস সেখানে দিতে হবে।
এতে করে আপনি আপনার ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে আপনাদের তেমন একটা কোন অসুবিধা নেই। তাহলে চলুন আমরা এবার পরবর্তী শর্তের দিকে এগিয়ে চলি।
পাঠকদের সাথে প্রতারণা থেকে দূরে থাকুন
অর্থাৎ এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে সাধারণত পোস্ট অনেকগুলো লেখা থাকে কিন্তু সেসব ওয়েবসাইটের মালিক রা পোস্ট এর ভেতর এমন অনেক টাইটেল লিখে দেয় যেগুলো তার পোস্টের মধ্যে থাকে না অর্থাৎ আপনার পোষ্টের মধ্যে নেই কিন্তু আপনি টাইটেল দিয়ে দিয়েছেন শুধুমাত্র ক্লিক পাওয়ার জন্য তাহলে কিন্তু বিষয়টা মোটেই সুবিধার নয়।
অর্থাৎ আপনার ওয়েবসাইটে একজন পাঠক বিশ্বাস করে ভেতরে প্রবেশ করবে কিন্তু সে যা জানতে চাইছে সেটা জানতে পারবে না এমন করে আপনার পাঠক কমতে থাকবে আর যদি বিষয়টা গুগল একবার জানতে পারে তাহলে আপনার মনিটাইজেশন অপশন চালু হওয়ার পরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অ্যাপ চালাকি বা প্রতারণা থেকে দূরে থাকবেন। আশা করি আপনাদের বুঝতে আর কোন অসুবিধা নেই।
অর্থাৎ আপনার ওয়েবসাইটে একজন পাঠক বিশ্বাস করে ভেতরে প্রবেশ করবে কিন্তু সে যা জানতে চাইছে সেটা জানতে পারবে না এমন করে আপনার পাঠক কমতে থাকবে আর যদি বিষয়টা গুগল একবার জানতে পারে তাহলে আপনার মনিটাইজেশন অপশন চালু হওয়ার পরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অ্যাপ চালাকি বা প্রতারণা থেকে দূরে থাকবেন। আশা করি আপনাদের বুঝতে আর কোন অসুবিধা নেই।
ওয়েবসাইটে এডসেন্স পেতে হলে গুগল কর্তৃক যেসব লিংক পোস্টে সেট করতে নিষেধ করা হয়েছে সেগুলো দেওয়া থেকে বিরত থাকুন
অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ওয়েবসাইটে লেখা পোস্ট গুলোর মধ্যে মুভি লিংক বা অনেক ধরনের ভিডিও লিংক বা যেকোনো ধরনের অ্যাপ এর লিঙ্ক এগুলো দিয়ে থাকেন তো অবশ্যই এগুলো করবেন না কারণ পথিক যে লিংকগুলো ওয়েবসাইটের ভেতরে রাখতে বারণ করা হয়েছে সেগুলো অবশ্যই লিংক করা থেকে বিরত থাকবেন না হলে পরবর্তীতে গিয়ে আপনার ওয়েবসাইটে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন।
আপনার সুবিধার্থে আরেকটা কথা বলে দিন যে একজন মানুষের জন্য শুধুমাত্র একটাই গুগল এডসেন্স পাওয়া যায় অর্থাৎ যে নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই নাম দিয়ে শুধুমাত্র একবারই আপনি এডসেন্স পেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন।
যাই হোক অনেক কথা বললাম এখন চলে আসি মেইন কথাতে অর্থাৎ গুগল এডসেন্স এর জন্য কি কি শর্তাবলী পূরণ করতে হবে সেগুলো তো জানলাম এবার সেগুলো থেকে একটু রিক্যাপ করে দিও অর্থাৎ একটানা সবগুলো বলে দিই যাতে করে আপনাদের মনে রাখতে সুবিধা হয় যাই হোক আমি নিচে সাজিয়ে শর্তাগুলো বলে দিচ্ছি একটু কষ্ট করে দেখে নিন ;
- প্রথম শর্ত ; আপনার লেখা কন্টেনগুলো বাকিদের থেকে ইউনিক হতে হবে যাতে করে পাঠকরা আপনার লেখা কন্টেন করতে আগ্রহী হয়।
- দ্বিতীয় শর্ত ; আপনার একাউন্টে একাধিক পোস্ট থাকতে হবে যত বেশি হবে ততই ভালো আর আপনার লেখা পোস্টগুলো কমপক্ষে পাঁচশো শব্দের হতে হবে।
- তৃতীয় শর্ত ; নিশ্চিত হন যে আপনার ব্লগার একাউন্টটি এডসেন্স পাওয়ার যোগ্য কিনা অর্থাৎ এডসেন্স পাওয়ার জন্য যে জিনিসগুলো একাউন্টের মধ্যে থাকা দরকার সেগুলো আপনার একাউন্টে আছে কিনা।
- চতুর্থ শর্ত ; আপনাকে অবশ্যই ১৮ বছর বয়সের উপরে হতে হবে বা আপনার বয়স ১৮ হলেও চলবে।
- পঞ্চম শর্ত ; যে পোস্ট আপনার ওয়েবসাইটে নেই শুধুমাত্র ক্লিক পাওয়ার জন্য সেই ধরনের পোস্ট এর টাইটেল দেওয়া থেকে বিরত থাকুন।
- ষষ্ঠ শর্ত ; ধরনের লিংক গুগল কর্তৃক রাতে বারণ করা হয়েছে সেই ধরনের লিংক ওয়েবসাইটে পোস্ট এর ভেতরে রাখা থেকে বিরত থাকুন।
হ্যাঁ যাইহোক এই শর্তগুলো যদি আপনারা সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে আপনারাও আপনাদের ওয়েবসাইডে এডসেন্স পেতে যোগ্য বলে বিবেচিত হবেন।
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো অলরেডি এডসেন্সের জন্য আবেদন করে দিয়েছি তাহলে আমরা কি করব এক্ষেত্রে আমি আপনাদের বলব যে আপনার ওয়েবসাইটে যে কমতি গুলো রয়েছে সেগুলো আপনি এখন আবার করে সঠিক করে সাজিয়ে ফেলুন। আর যেগুলো আমি বললাম উপরে অর্থাৎ যে শর্তগুলো গুগল দিয়েছে সেগুলো সঠিকভাবে পূরণ করুন।
আপনি যদি উপরে দেয় শর্তগুলো সঠিকভাবে আপনার ওয়েবসাইটে আবার সাজিয়ে পুনরায় আবেদন করেন আমি যে শর্তগুলো উপরে বলে দিয়েছি সেগুলো যদি আপনি সঠিকভাবে পরিপূর্ণ করে আপনার ওয়েবসাইটকে সাজিয়ে ফেলতে পারেন সাজিয়ে ফেলার পর আপনি যদি পুনরায় আবেদন করেন তাহলে আপনিও এডসেন্স পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারেন। তাহলে আর দেরি না করে কাজে লেগে পড়ুন এবং পুনরায় আবেদন করুন।
লেখকের মন্তব্য
রেখেছে নতুন করে আমার তেমন কিছুই বলার নেই যদি কোন ধরনের ঘাটতি আপনাদের থেকে থাকে তাহলে দেরি না করে ওয়েবসাইটকে আবার সাজিয়ে ফেলুন এবং পুনরায় আবেদন করুন আশা করি আপনারা আপনাদের এডসেন্স পেয়ে যাবেন আপনাদের জন্য শুভকামনা রইল সফলতা একটু কষ্ট তো করতেই হবে তাই না যে ঘাটতি গুলো আপনার ওয়েবসাইটে রয়েছে সেগুলো বের করে পূরণ করার চেষ্টা করুন আর সামনে এগিয়ে চলুন। তাহলে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url