কীভাবে মাত্র ২ মিনিটে একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করবেন ?
জেনে নিন অল্প সময়ের মধ্যে ব্লগ থেকে টাকা ইনকাম করার ৫ টি সহজ উপায়হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আচ্ছা মাত্র 2 মিনিটে কি
ওয়েবসাইট বানানো যায় হ্যাঁ অবশ্যই যায় কথায় নয় চলুন কাজে প্রমাণ করে দেখানো
যাক কিভাবে কয়েকটি নিয়ম অনুসরণ করে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায়
সেটা নিয়েই আজকের আমাদের এই আলোচনা।
আমি ঠিক যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনারা নিয়ম অনুসরণ করে কাজগুলো
করতে পারেন তাহলে নিমেষে আপনিও আজকে মাত্র 2 মিনিটের মধ্যে একটি প্রফেশনাল
ওয়েবসাইট তৈরি করতে পারবেন তাহলে চলুন আর আজাইরা প্যাচাল না পেরে শুরু করা যাক
;
আধুনিক যুগের এই ধারাবাহিকতায় অনলাইনে স্টেবল থাকাটা একটা গুরুত্বপূর্ণ
বিষয় সেটা হোক যে কোন ধরনের ব্যবসার কারণে যেকোনো ধরনের কনটেন্ট সবার সামনে
তুলে ধরার জন্য এরকম আরো কিছু কারণ রয়েছে যেগুলোর জন্য অনলাইনে একটি
প্ল্যাটফর্ম থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্ম বলতে আমি একটি
ওয়েবসাইট থাকাতে বুঝিয়েছি।
কারণ একটি ওয়েবসাইট আপনার অনলাইন জগতকে পরিপূর্ণ রূপ দিতে সাহায্য করে। আপনাদের মধ্যেই অনেকে ভেবে থাকেন একটি ওয়েবসাইট তৈরি করতে হলে প্রফেশনাল ভাবে কোডিং জানতে হয় কিন্তু বিষয়টা তেমন না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোডিং না জেনেও একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় তাই আর চিন্তার কোন কারণ নেই।
কি বিশ্বাস হচ্ছে না আজকে আমি আপনাদের যেগুলো বলবো সেগুলো সঠিক নিয়মে মেনে আপনারা যদি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে আপনাদের মেনে নিতে অনেক সুবিধা হবে যে কোডিং না জেনেও ওয়েবসাইট তৈরি করা যায়। এবার একটু কষ্ট করে নিচের দিকে দেখুন ;
কারণ একটি ওয়েবসাইট আপনার অনলাইন জগতকে পরিপূর্ণ রূপ দিতে সাহায্য করে। আপনাদের মধ্যেই অনেকে ভেবে থাকেন একটি ওয়েবসাইট তৈরি করতে হলে প্রফেশনাল ভাবে কোডিং জানতে হয় কিন্তু বিষয়টা তেমন না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোডিং না জেনেও একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় তাই আর চিন্তার কোন কারণ নেই।
কি বিশ্বাস হচ্ছে না আজকে আমি আপনাদের যেগুলো বলবো সেগুলো সঠিক নিয়মে মেনে আপনারা যদি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে আপনাদের মেনে নিতে অনেক সুবিধা হবে যে কোডিং না জেনেও ওয়েবসাইট তৈরি করা যায়। এবার একটু কষ্ট করে নিচের দিকে দেখুন ;
কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন ?
- একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হল আপনার chrome browser ব্রাউজার থেকে Hostinger.com নামে একটি সাইটে চলে আসতে হবে।
- ভেতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন ঠিক উপরের দিকে ডান সাইডে চারটা অপশন রয়েছে।
- সেই ৪ টা অপশনের মধ্যে Website Builder নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
- Website Builder নামক এই অপশনে আসলে দেখতে পাবেন বাম সাইডে একটু নিচে Claim Deal নামে বেগুনি কালারের একটি বাটন অপশন রয়েছে। একটি ক্লিক করুন।
- এরপরে Claim Deal অপশনে আসার পরে আপনারা দেখতে পাবেন Website Bulder and Web Hosting নামে একটি অপশন রয়েছে।
একটি ওয়েবসাইট তৈরি করতে কতো খরচ হতে পারে ?
- সেই অপশনের নিচেই লেখা থাকবে 2.99/mo অর্থাৎ মানি মানে টাকা, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে হবে মাত্র ৩০০ টাকা অর্থাৎ মাত্র 300 টাকা দিয়ে আপনি একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
- তার ঠিক নিচেই লেখা থাকবে Add to cart নামে একটি অপশন তো আপনাদের সেখানে ক্লিক করবেন।
- Add to cart এর ভেতর আসার পরেই আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনারা দেখতে পাবেন সেখানে আমাদের কিছু জিনিস বাছাই করতে হবে। চলুন আপনাদের একটু বুঝিয়ে বলি ;
ডোমেইন এবং হোস্টিং কি এবং কিভাবে কিনবেন ?
- আপনারা হয়তো অনেকেই জানেন যে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য একটি ডোমেইন এবং হোস্টিং এর দরকার পড়ে। কারণ ডোমেইন এবং হোস্টিং এর মাধ্যমেই একটি ওয়েবসাইট সবার মধ্যে ভিজিবল হয় অর্থাৎ দেখা যায়।
- তো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই অর্থাৎ Add to cart ভেতর প্রবেশ করার পরেই আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে যার মধ্যে নাম্বার 1 অপশনে থাকবে Choose a period আর তার নিচে দেয়া থাকবে অনেকগুলো প্যাকেজ।
- প্যাকেজগুলোতে প্রথমে দেয়া থাকবে এক মাসের প্যাকেট তারপর দেয়া থাকবে বারো মাসের প্যাকেজ তারপরে ২৪ মাসের তারপরে ৪৮ মাসে এর মধ্যে আপনারা ১২ মাসের টা সিলেক্ট করতে পারেন বেশিরভাগ মানুষ যারা ওয়েবসাইট তৈরি করে তারা ১২ মাস এই প্যাকেজটি বেশি পছন্দ করে অর্থাৎ আপনাদের জন্য এটাই ভালো হবে বলে আমি মনে করি।
- বারো মাস প্যাকেজটি বাছাই করার পরে আপনারা নিচের দিকে ২ নম্বর অপশনে চলে আসবেন সেখানে আপনাকে ইমেইল এড্রেস দিতে বলা হবে যে ইমেইল এড্রেসটি আপনি সচরাচর ব্যবহার করেন অর্থাৎ যেটার পাসওয়ার্ড আপনার সবসময় মনে থাকে নাম্বার আপনার কাছে থাকে এমন একটি ইমেইল এড্রেস সেখানে দিয়ে দিবেন।
পেমেন্ট কিভাবে করবেন ?
- পেমেন্ট করার জন্য নিচে যে নিয়মগুলো আমি বলে দিচ্ছি সেগুলো ভালো করে অনুসরণ করুন ;
- ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তিন নম্বর অপশনে থাকবে Select payment নামে একটি অপশন।
- তো Select Payment অপশনের মধ্যে ঠিক ডান সাইডে দেখতে পাবেন premium website bulder অপশন টা ঠিক নিচে Country অপশন দেওয়া যেখানে Bangladesh লেখা থাকবে এরপর আর একটু নিচে গেলেই দেখতে পাবেন Name on card এবং সেটার নাম্বার কোড এবং মেয়াদ এগুলো চাইবে।
- সেটা হতে পারে আপনার ডেবিট কার্ডের নাম্বার বা ক্রেডিট কার্ডের যদি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনার কোন আত্মীয়কে দিয়ে পেমেন্ট করিয়ে নিতে পারেন বা নিজের জন্য একটি ডেবিট কার্ড বানিয়ে নিতে পারেন যাতে করে আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে কোন অসুবিধা না হয় আর পরবর্তীতে কারো সাহায্যের প্রয়োজন না হয়।
- তো সবগুলো অপশন ভালো মতো পূরণ করা হয়ে গেলে নিচে দেখবেন বেগুনি কালারের একটি বাটন এর মধ্যে Submit Secure payment নামে একটি অপশন দেওয়া সেখানে ক্লিক করুন।
- Submit secure payment এ ক্লিক করার পরে আপনি যে ইমেইলটি সেখানে দিয়েছিলেন সেখানে একটি কোড যাবে তো আপনারা আপনাদের ইমেইলের ভেতরে গিয়ে কোড কালেক্ট করুন।
- কোড পাওয়ার পরে Enter Code ইন্টার কোড নামক যে অপশনটি রয়েছে সেখানে করতে বসিয়ে দিয়ে Submit নামক অপশনে ক্লিক করুন।
- কোড ঠিকঠাক মতো বসানোর পরে যখন আপনি সাব্বির নামক অপশনে ক্লিক করবেন তখন আপনার ইমেইল একটি নোটিফিকেশন যাবে আর সেখানে লেখা থাকবে Verify your email adress তো আপনারা Verify Email নামক অপশনে ক্লিক করুন।
Password কীভাবে সেট করবেন ?
- ইমেইল ভেরিফাই করা হয়ে গেলে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে লেখা থাকবে Set new password আর তার নিচে লেখা থাকবে Enter new password আপনারা একটি নতুন পাসওয়ার্ড সেখানে দিয়ে দিবেন যেটা আপনারা সহজে মনে রাখতে পারবেন।
- পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে নিচের দিকে দেখবেন Confirm নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
ওয়েবসাইটে কীভাবে প্রবেশ করবেন ?
- ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার একাউন্ট ঠিক খোলা হয়ে গেছে সেখান থেকে আপনি Start now অপশনে ক্লিক করুন।
- আপনাকে যে ইন্টার ফ্যাশন নিয়ে যাওয়া হবে সেখানে লেখা থাকবে who are you creating the website for আর নিচে লেখা থাকবে I"m creating it for myself সেখানে একটি ক্লিক করুন।
- এরপরে লেখা থাকবে Who is creating the website আর তার নিচে থাকবে I'm building it myself সেখানে একটি ক্লিক করুন।
- এরপর আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে Which type of website do you want to build ? অর্থাৎ আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তো আপনারা সেখানে দেখতে পাবেন নিচের দিকে Blog নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
- ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে দুইটা অপশন থাকবে বাম পাশের অপশনে লেখা থাকবে Create a new website আর ডান পাশের অপশনে লেখা থাকবে Migrate my website তো যেহেতু নতুন ওয়েবসাইট তৈরি করছে তাই আমরা Create a new website এ ক্লিক করব।
- ক্লিক করার পরে আপনাদের সামনে আবার একটি ইন্টারফেস চলে আসবে সেখানেও উপরের দিকে দুইটা অপশন থাকবে বাম পাশের অপশনে লেখা থাকবে Hosting bulder with Ai আর ডান পাশের অপশনে লেখা থাকবে Wordpress
- তো আমরা এখানে Hosting bulder with Ai সিলেক্ট করব এবং নিচে থাকা Select Hosting builder অপশন এ ক্লিক করব।
ডোমেইন আর হোস্টিং জিনিসটা কি ?
-
করার পরে আপনাদের সামনে তিনটি অপশন চলে আসবে সেখানে প্রথম অপশনে দেয়া
থাকবে Select a free domain তো আমরা নিচে থাকা Select অপশানে
ক্লিক করে ফ্রি ডোমেইন বেছে নিব।
আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে ডোমেন জিনিসটা কি তো আমি নিচে একটা
উদাহরণ দিয়ে দিচ্ছি ;
Domein = akashcity.com
আর .com এটা হল হোস্টিং
- তো আপনাদের কাছে আমার সাজেশন থাকবে যে আপনার অবশ্যই .com হোস্টিংটা বেছে নিবেন
- আপনারা আপনাদের পছন্দমত একটি ডোমেইন নাম সিলেক্ট করে নিবেন।
- তো আপনার আর নিচে থাকা Enter desired domain names এ গিয়ে আপনাদের জন্য একটি সুন্দর ডোমেইন নাম বেছে নিবেন অর্থাৎ যে নামটি এভেলেবেল থাকবে সেটা সিলেক্ট করার পরে Continue অপশনে ক্লিক করুন।
- এরপর আপনাদেরকে যে ইন্টার ফেসে নিয়ে আসা হবে সেখানে উপরে লেখা থাকবে Select Primary details তো সেখানে আপনার দেশের নাম বাংলাদেশ দেবেন এবং নিচে দুইটা অপশনের মধ্যে Personal নামক অপশনে ক্লিক করে নিচে থাকা Next নামক অপশনে ক্লিক করবেন।
- এরপর যে ইন্টারফেস চলে আসবে সেখানে উপরে লেখা থাকবে Enter contact details তো সেখানে যে তথ্যগুলো চাইবে সেগুলো ভালো করে পূরণ করে দিবেন এবং নিচে থাকা Finish Registration অপশন এ ক্লিক করবেন।
ওয়েবসাইটের নাম কীভাবে বাছাই করবেন ?
- আপনাদের ডোমেন রেজিস্ট্রেশন এর কাজটি কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের সামনে লেখা উঠবে Let's create you a site in 1 munite আর নিচে লেখা থাকবে Start creating তো আপনারা স্টার্ট ক্রিয়েটিং অপশনে ক্লিক করবেন।
- ক্লিক করে আপনাকে আপনার ব্র্যান্ড নেম অর্থাৎ ডোমেইনের নামটা দিয়ে দিবেন।
- তারপর আপনার Website Type Blog সেটা ওখানে দেওয়াই থাকবে।
- এরপর নিচে Description বক্সে আপনারা চাইলে আপনাদের ব্লগ সম্পর্কে কিছু লিখতে পারেন।
- এরপর নিচে দেখবেন Create a website নামক একটি অপশন দেওয়া সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই লেখা উঠবে Your website is ready
- এইতো হয়ে গেল আপনার ওয়েবসাইট একদম তৈরি ওয়েবসাইটে প্রবেশ করার পরে ঠিক ওপরের দিকে ডান সাইডে Enter full editing mood অপশন রয়েছে সেখানে চলে যাবেন যাতে করে আপনার ওয়েবসাইটটি আপনি আপনার পছন্দমত সাজাতে পারেন।
এই ছিল আজকে আমাদের আলোচনা এভাবে আপনারা খুব সহজেই এক থেকে দুই মিনিটের
মধ্যে আপনিও বানিয়ে ফেলতে পারেন আপনার পছন্দের নামের একটি ওয়েবসাইট তাহলে আর
দেরি কিসের বানিয়ে ফেলুন আপনার পছন্দের একটি ওয়েবসাইট এবং সেখানে শুরু করুন
আপনার প্রফেশনাল যাত্রা আপনাদের জন্য দোয়া রইল আশা করি আপনারা ভালো করবেন
ওয়েব সাইটে কিভাবে টাকা ইনকাম করতে হয় এই নিয়ে আমি আর্টিকেল লিখে এখানেই
লিংক করে দিব যাতে করে আপনাদের জন্য আরো সুবিধা হয়।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , আল্লাহ হাফেজ।
লেখকের মন্তব্য
যতটুকু সম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে সাহায্য করার। আমি যে নিয়মগুলো আপনাদেরকে এখানে বলেছি সেগুলো যদি আপনারা ধাপে ধাপে আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার ও হতে পারে একটি নিজস্ব ওয়েবসাইট। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , আল্লাহ হাফেজ।
আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url