ব্লগার একাউন্টের ইমেইল কিভাবে পরিবর্তন করতে হয় ?

আপনাদের মধ্যে অনেকেরই যাদের ব্লগিং একাউন্ট রয়েছে তারা অনেকেই চান যে আমার ব্লগিং ওয়েবসাইটে দেওয়া ইমেইলটা পরিবর্তন করতে কিন্তু এটা সঠিক নিয়ম আপনারা জানেন না কোন সমস্যা নেই আমি আছি তো ব্লগিং ওয়েবসাইটের ইমেজ চেঞ্জ করা খুবই সহজ শুধু তার জন্য জানতে হবে সঠিক নিয়ম ও সঠিক গাইডলাইন।


আজকের আলোচনায় আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনাদের যদি একটি ব্লগের ওয়েবসাইট থাকে আর আপনারা যদি সেই ব্লগিং ওয়েবসাইটের ইমেইল পরিবর্তন করতে চান তাহলে সেটা কিভাবে করবেন আর কি কি নিয়ম অনুসরণ করলে ইমেইল সহজেই চেঞ্জ করা যায়।

ব্লগার একাউন্টের ইমেইল কিভাবে পরিবর্তন করবেন ?

তো আজকে আলোচনায় বিস্তারিত আলোচনা হবে যদি আপনার একটি ব্লগিং অ্যাকাউন্ট থাকে এই একাউন্টের ইমেইল আপনি চেঞ্জ কিভাবে করবেন অর্থাৎ আপনি অন্য একটি ইমেইল দিয়ে আপনার fm লগইন একাউন্টে ব্যবহার করতে চাচ্ছেন সেটা করতে আজকে আমি আপনাদের সাহায্য করব আর এই ইমেইল যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আমি যে নিয়মগুলো নিচে এখন বলব সেগুলো ধাপে ধাপে সুন্দর হবে ফলো করতে হবে তাহলে দেরি না করে শুরু করা যাক ;

  • আপনি যদি আপনার ব্লগিং ওয়েবসাইটের ইমেইল চেঞ্জ করতে চান তাহলে প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো প্রথমেই আপনি আপনার ব্লগিং একাউন্ট এর হোমপেজে চলে যাবেন।


  • এরপরে দেখবেন পাশের থ্রি ডট নামক একটি অপশন রয়েছে।
  • সেখানে সিরিয়াল অনেকগুলো অপশন দেয়া আছে যেমন States Comment Earnings Settings
  • তো আপনাদেরকে চলে যেতে হবে Settings নামক ওই অপশনটির ভেতরে।
  • Settings এর ভেতর যাওয়ার পরে আপনাদেরকে একটি ইন্টারফেসের ভিতরে নিয়ে যাওয়া হবে।
  • সেখানে ডান সাইডে অনেকগুলো অপশন থাকবে।
  • তখন আপনাদেরকে স্ক্রোল ডাউন করতে করতে নিচে যেতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না Publishing পাবলিশিং নামক অপশনটি আপনারা পাচ্ছেন।
  • Publishing অপশনের ভেতরে দেখতে পাবেন আরো ছোট ছোট কিছু অপশন রয়েছে।
  • সেই অপশন গুলোর মধ্যে দেখবেন তিন নম্বরে লেখা আছে Invite more authors সেখানে একটি ক্লিক করবেন।
  • ক্লিক করার পরে উপরে লেখা উঠবে Emails to invite অর্থাৎ সেখানে আপনাকে সেই ইমেইল একাউন্টটি দিতে হবে যেটা আপনি নতুনভাবে সেট করতে চাচ্ছেন অর্থাৎ নতুন যে ইমেইল একাউন্টে আপনার ব্লগিং একাউন্টে এড করতে চাচ্ছেন সেই ইমেইল একাউন্টটি ওখানে দিয়ে দিবেন।
  • তারপর নিচে থাকা সেন্ড অপশনে ক্লিক করবেন।
  • এখন আপনি যে ইমেইল একাউন্টটি সেখানে বসে ইনভাইট পাঠালেন সেই ইমেইল একাউন্ট এর ভেতর প্রবেশ করুন সেখানে গেলেই আপনি দেখতে পাবেন আপনার ইনভিটেশনটি সেখানে পৌঁছে গেছে।

ইমেইল ইনভিটেশন না দেখতে পেলে কি করবেন ?

  • অনেক সময় দেখা যায় যে ইমেইলে ইনভিটেশন-এ পাঠানোর পরেও সেটা ইনবক্সের ভেতরে দেখা যাচ্ছে না।দেখা যাচ্ছে না তার মানে এই না যে মেসেজটি যায়নি গিয়েছে কিন্তু আমরা খুঁজে পাই না যদি আপনারাও না পান তাহলে আপনারা জিমেইলের ভেতরে বাম সাইডে থ্রী ডট নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো অপশন সিরিয়াল বাই সিরিয়াল দেয়া।
  • এরপর ডাউন করতে করতে একটু নিচে আসুন দেখতে পাবেন Spam নামে একটি অপশন দেওয়া আছে সেখানে ক্লিক করুন।
  • Spam অপশনটির ওপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন সেখানে অনেকগুলো মেসেজ এসে বসে আছে।
  • তার মধ্যে ঠিক উপরের অপশনটি অর্থাৎ উপরের মেসেজটি আপনি একটু আগে পাঠিয়েছেন।
  • অর্থাৎ একদম উপরেই আপনার ইমেইল ইনভিটেশনটি আপনি পেয়ে যাবেন সেখানে ক্লিক করুন।
  • ক্লিক করার পরে আপনাকে Accept Invitation নামে একটি অপশন দেয়া হবে অর্থাৎ সেখানে আপনাকে বলা হচ্ছে ইমেইল ইনভিটেশনটি একসেপ্ট করুন তো আপনারা সেই অপশনে ক্লিক করুন।
  • ইনভিটেশন অপশনে ক্লিক করার পরে আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে সেখানে এরকম একটি পেজ চলে আসবে।
  • দেখতে পাচ্ছেন এখানেও আপনাকে ইমেইল ইনভিটেশন একসেপ্ট করার জন্য একসেপ্ট নামক একটি অপশন দেয়া হয়েছে তো আপনারা সেখানে ক্লিক করুন।
  • ক্লিক করার পরে আপনাকে ডাইরেক নিয়ে যাওয়া হবে সেই ব্লগিং একাউন্ট এর মধ্যে যেটা আপনি এতক্ষণ ধরে করতে চেয়েছিলেন।
এতক্ষণ ধরে আমরা যেটা করলাম সেটা যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্টে অন্য একজন ঢুকে শুধুমাত্র পোস্ট লিখতে পারবেন কিন্তু কোন কিছুর পরিবর্তন করতে পারবে না। আপনাদের মধ্যে অনেকেই চান যে আমি শুধু তাকে দিয়ে পোস্ট লেখাবো অর্থাৎ আপনি ধরেন আপনার কোম্পানিতে অন্য একজনকে চাকরি দিলেন এটা অনেকটা এরকমই।

ব্লগার একাউন্টের ইমেইল কিভাবে পরিবর্তন করতে হয় ?

এখন আপনাদের মধ্যে অনেকের চাহিদা থাকে যে আমি আমার অ্যাকাউন্টের ফুল এক্সেস তাকে দিয়ে দিব। আচ্ছা ধরুন অনেকে আছে যারা নিজেদের একাউন্ট আরেকজনের কাছে বিক্রি করে দেয় তখন তো তাকে ফুল এক্সেস দিতেই হবে। তাহলে সে ক্ষেত্রে আপনারা কি করবেন এবার সেটা আপনাদেরকে ভালোমতো বলে দিব উপরে নিয়মগুলো যেভাবে ফলো করেছেন এবারও সেভাবেই সঠিকভাবে ফলো করুন তাহলে খুবই ইজিলি জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে এটাও শুরু করা যাক;

  • আপনার ব্লগার একাউন্ট এর ফুল অ্যাক্সেস কাউকে দিতে চাইলে প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হল ঠিক আগের মতই আপনার ব্লগার একাউন্টের হোম পেজে চলে যাবেন।

  • সেখান থেকে সেটিং এ কিভাবে যেতে হয় আপনাদেরকে আগেই বলে দেয়া হয়েছে অর্থাৎ অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখানে একটু স্ক্রোল করলে নিচের দিকে দেখতে পাবেন সেটিং নামে অপশন দেওয়া সেখানে ক্লিক করুন।
  • ক্লিক করার পরে আপনাদের সামনে ডান সাইডে অনেকগুলো অপশন চলে আসবে এবারও ঠিক আগের মতই স্ক্রল করে পারমিশন অপশনটি খুঁজে বের করুন।
  • Permisson অপশন পেয়ে যাওয়ার পরে দেখতে পাবেন পার্মিশনের ভেতরে অনেকগুলো ছোট ছোট অপশন দেওয়া তার মধ্যে প্রথম অপশন থাকবে Blog admins and author সেখানে একটি ক্লিক করুন।
  • ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে।
  • সেখানে আপনার দুই ইমেইল একাউন্টেরই Author অপশন দেখানো হবে।
  • এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন জিমেইল একাউন্ট এর মালিক কে এই অ্যাকাউন্টের মালিক করতে চচ্ছেন।
  • আপনি একটু আগে যে ইমেইলের ইনভিটেশন একসেপ্ট করলেন সেই ইমেইলের মালিককে যদি আপনার ব্লগার একাউন্টের অ্যাক্সেস দিতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো ওখানে দুটো অপশনের মধ্যেই Author নামে একটি অপশন দেয়া থাকবে সেখানে ক্লিক করুন।
  • ক্লিক করার পরে দেখতে পাবে ওর ভেতরে আরও একটি অপশন হয়েছে সেটা হচ্ছে এডমিন।
  • এখন যদি আপনি সেই ইমেইলের মালিক কে এডমিন বানাতে চান তাহলে এডমিন অপশন এ ক্লিক করুন।
  • ক্লিক করার পরে ওই ইমেইলের মালিক এখন আপনার ব্লগার একাউন্ট এর মালিক হয়ে যাবে।
  • অর্থাৎ সে এখন যা ইচ্ছা তাই করতে পারবে আপনার একাউন্টের ভেতরে যদি কিছু পরিবর্তন করতে হয় তাহলে সেটা এখন সে করতে পারবে আশা করি আপনাদের বুঝতে আর কোন অসুবিধা নেই।
  • আর যে আপনার পুরনো ইমেইলটি রয়েছে সেটাকে ডিলিট করতে হলে প্রথমে আপনাকে ওই যে অথর নামক অপশনে ক্লিক করে এডমিন এবং অথরের মধ্যে Author অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে।
  • অর্থাৎ পুরাতন ইমেইল কে ডিলিট করতে হলে এডমিনকে আগে Author বানিয়ে নিতে হবে তারপরে ডান সাইডে ক্রস অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে হবে।
  • এরপর থেকে সে আর এই ব্লগার একাউন্টের মালিক থাকবে না।
তো এই ছিল আজকে আমাদের আলোচনা আপনারা যদি আপনার ব্লগিং একাউন্ট এর মালিক অন্য কাউকে করতে চান বা আপনার ব্লগিং একাউন্টে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে চান তাহলে এই নিয়মগুলো ফলো করতে পারেন। এতে করে আপনি খুব সহজেই আপনার একাউন্টের অ্যাকসেস অন্য কাউকে দিয়ে দিতে পারবেন।

সাধারণত লগিং একাউন্ট যাদের থাকে আর একসময় যখন তাদের একাউন্ট অনেক বড় হয়ে যায় তখন তারা নিজেরা আর একাউন্টের ভেতরে আর্টিকেল লিখতে চায় না সেই সময় অন্য একজনকে দিয়ে কাজ করাতে হলে তাকে অথর বানাতে হয় আর অন্য একজনকে অথর বানাতে হলে এই নিয়মগুলো মানা খুবই জরুরী।

যাই হোক আমি বাড়তি প্যাচাল পারবো না আশা করি আপনারা আপনাদের একাউন্টের একসাথে এখন অন্য কাউকে দিতে পারবেন যদি যদি আপনারা আবার নিয়মগুলো ধাপে ধাপে সঠিক মত দেখে থাকেন তাহলে আপনার জন্য এটা খুবই সহজ ব্যাপার হবে এবং আপনি পরবর্তীতে অন্য কাউকে শেখাতে পারবেন।

লেখকের মন্তব্য

নতুন করে আমার তেমন কিছু বলার নেই সবাইকে একটাই কথা বলব যখন আমরা সেটিং এর কোন কাজ করি তখন আমাদের অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে সবার জন্য সবার অ্যাকাউন্ট নিজেদের কাছে মূল্যবান তাই যদি একটু এদিক থেকে অধিক হয় তাহলে আপনার একাউন্টে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এমনকি আপনি আপনার একাউন্টের একটা ছাড়াতে পারেন তাই অবশ্যই নিয়ম গুলো ভালো করে দেখে ধাপে ধাপে আস্তে আস্তে করার চেষ্টা করবেন। তাহলে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url