নিজেকে পরিবর্তন করার ৫ টি উপায়

টেনশন থেকে বাঁচতে চাইলে এগুলো মেনে চলুনএই পৃথিবীতে সবাই চাই একটু ভালো থাকতে সুখে থাকতে শান্তিতে থাকতে। কিন্তু আসলে কি পৃথিবী কোন সুখের জায়গা যদি আমি বলি না এটা কোন সুখের জায়গা নয় সুখের জায়গায় আমাদের মৃত্যুর পরে দেয়া হবে যদি আমরা এখানে সঠিক কর্ম করে যেতে পারি সেটা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে আমরা না জানি কত মানুষের মায়াতে পড়ি কত মানুষকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি আর সব থেকে কষ্ট আমাদের তারাই দিয়ে থাকে।


আপনারা যারা বেশিরভাগ মানুষ আমার আর্টিকেলটি পরছেন হয় তারা কারো থেকে কষ্ট পেয়েছেন আর না হয় কারো কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অনলাইনে এগুলো সার্চ করেছেন আমি আপনাদের সাথে আজকে আমার কয়েকটি কথা শেয়ার করব যেগুলো জানতে পারলে আপনারা এমন অনেক কিছু থেকে সতর্ক হতে পারবেন যেগুলো করার কারণে প্রতিদিন আপনার কষ্টের পরিমাণ বেড়ে চলেছে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ;

নিজেকে পরিবর্তন করার উপায়

বর্তমান যুগে এসে সব ছেলেমেয়ে নিজেদেরকে পরিবর্তন করতে চায় একটাই কারণে তার মধ্যে একটা কারণ হলো হয় সে প্রেমের ছ্যাকা খেয়েছে আর না হয় সে যে মানুষটাকে ভালোবাসে সেই মানুষটা তাকে গুরুত্ব দিচ্ছে না এই কারণেই সবাই নিজেকে পরিবর্তন করতে চায় যাতে করে তার কষ্টটা একটু হলেও কমে। আমি জানিনা আমি আপনাদের প্রধান সমস্যা ধরতে পেরেছি কিনা যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনাদের জন্য অনেক উপকারী।

কারণ আমি নিজে একজনকে ভালোবাসি আর আমিও আপনাদের মত মানসিক অশান্তির শিকার তো আমরা যারা কাউকে ভালোবাসি তারা নিজেদেরকে পরিবর্তন করতে চাই একটাই কারণে যাতে করে আমাদের বিপরীত পাশের মানুষটা অর্থাৎ যে মানুষটা আমাদের পছন্দের ছিল সে যেন একদিন আফসোস করে যে আমি কাকে হারিয়েছি।

রুলস নাম্বার ১ নিজেকে গুরুত্ব দিন

নিজেকে পরিবর্তন করার উপায় ; আপনি যদি কোন সম্পর্কে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার ভালোবাসার মানুষটির পাশাপাশি আপনার নিজেকেও গুরুত্ব দিতে হবে। আমরা অনেকেই এমন ধরনের কিছু কাজ করে থাকি যার কারণে আমরা পরবর্তীতে গিয়ে অনেক অবহেলা শিকার হই আমাদের বিপরীত পাশের মানুষটা আমাদের অবহেলা করছে তার মানে এই না যে সে অনেক খারাপ মানুষ।

আসলে মেইন খারাপ মানুষ হচ্ছে আমরা নিজে অর্থাৎ আমরা সেই মানুষটাকে এতটাই বেশি প্রাধান্য দিয়ে থাকি যে তারা ভাবে এদের থেকে সস্তা জিনিস দুনিয়াতে আর একটাও নেই। আচ্ছা আপনারা কখনো দেখেছেন যে জিনিস বাজারে ভরি ভরি সেই জিনিসের দাম বেশি। না একদমই না যে জিনিসটা বাজারে কোন জায়গায় নেই আপনার কাছে আছে তখন সেই জিনিসটা আপনি অনেক দাম দিয়ে বেচতে পারবেন।

অর্থাৎ নিজেকে গুরুত্ব দেন আপনি তার কাছে সব সময় এভেলেবেল সে তো আপনাকে সস্তা মনে করবেই আপনার বন্ধু কল দিচ্ছে আপনি আপনার বন্ধুর ফোন কেটে দিয়ে তার কল ধরছেন আপনার মা কল দিচ্ছে মায়ের কল কেটে দিয়ে তার সাথে কথা বলছেন জীবনে যাকে যত বেশি গুরুত্ব দিবেন তার কাছে তত বেশি অবহেলা আপনাকে পেতে হবে।


আর যারা সিঙ্গেল ভাই-বোনেরা আছেন তাদেরকে একটাই কথা বলব ভালোবাসা অনেক ভয়ানক একটা জিনিস এর মধ্যে যতটুকু সম্ভব না দেওয়ার চেষ্টা করবেন। কারণ এসব ছেলে মন থেকে বউ বানানোর জন্য রিলেশন করে সেসব ছেলেরা বিপরীত পাশের মেয়েটার কাছে অনেক সস্তা হয়ে যায় আর যারা খেয়েদেয়ে ছেড়ে দিতে চায় সেসব ছেলের মূল্য বিপরীত পাশের মেয়েদের কাছে অনেক বেশি।

কারণ তারা এসব মেয়েদের কোন গুরুত্ব দেয় না কল দিলে কেটে দেয় ব্যস্ত থাকে কারণে ছেলের উদ্দেশ্য তো তার সাথে টাইম পাস করার সে তো আপনাকে ভালোবাসে না আর কঠিন হলেও এটাই বাস্তব যে বর্তমান যুগের সত্যিকারের ভালোবাসার কোন দাম নেই। আপনি যত শাসন করতে যাবেন ততো আরও ওই মেয়ের কাছে খারাপ হবেন যত আগলে রাখতে যাবেন তত ওই মেয়ের কাছে খারাপ হয়ে যাবে্ন যতই এটা ওটা নিষেধ করবেন ততই আবার ভিলেন হতে থাকবেন।

এটাই বাস্তবতা তাই ছেলেদেরকে বলছি সাবধান হও ভাই আগে থেকে ওই একটা কথা আছে না তোমার বউ তোমার কথা শুনবে গার্লফ্রেন্ড শুনবে না বাসা বাড়িতে যতই তুমি সাজিয়ে রাখো না কেন যত্ন করে রাখো না কেন সেটা কিন্তু তোমার না তো নিজেকে গুরুত্ব দেয়ার বিষয়টা আশা করি আপনাদের এতক্ষণে বুঝতে আর কোন অসুবিধা নেই

নাম্বার টু ক্যারিয়ারে ফোকাস করুন

নিজেকে পরিবর্তন করার উপায় ; আমার এই আর্টিকেলটি বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের জন্যই প্রযোজ্য কারণ আমরা ছেলেরা যারা আছি তারা হুট করেই কারো প্রেমে পড়ে যাই আর তাকে আস্তে আস্তে ভালবাসতে শুরু করি তাকে নিজের দুনিয়া মনে করতে শুরু করি সারা দুনিয়ার চিন্তা ছেড়ে শুধু সারাদিন তার কথাই চিন্তা করতে হয় যে ;
  • সে কখনো খেলো ?
  • সে কখনো ঘুমালো ?
  • সে কখনো ঘুম থেকে উঠলো ?
  • সে কখন গোসল করবে ?
  • সে কখন আমাকে কল দেবে ?
  • কখন মেসেজ করবে ?
  • কখন একটু ভালোবেসে বলবে যে স্যার খাইছেন
এরকম কিছু স্টুপিড চিন্তাভাবনার কারণে আমাদের জীবনের একদম পুরা বারোটা বেজে যায় সারাদিন সব কাজ ছেড়ে বিপরীত পাশের মানুষটার কথা চিন্তা করতে করতেই আমাদের জীবনটা চলে যায় আর দিন শেষে আমরা কি পাই বাবাজীকার ঢুল্য সরি আমি একটু মন খুলে কথা বলছি আপনাদের সাথে। ভাই জীবনে না সর্বপ্রথম গুরুত্ব বাবা-মা হওয়া উচিত আর তারপরে যদি কোন কিছুতে গুরুত্ব দেওয়ার  কথা হয়ে থাকে তাহলে সেটা হওয়া উচিত তোমার ক্যারিয়ার। আদারওয়াইজ একটা মেয়ে তোমার লাইফে আসবে ঠিকই কিন্তু থাকবে না কেন থাকবে না শুনবেন যখন সে আশেপাশে দেখতে পাবে যে ;
  • তাদের বয়ফ্রেন্ড তাদেরকে অনেক অনেক গিফট করছে
  • অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে
  • অনেক সুন্দর একটা লাক্সেরিয়াস লাইভ দিচ্ছে
আর আপনার পকেটে একদম খালি তাকে শুধু হাটি হাটি ঘুরান রিকশা পর্যন্ত নেন না আর তারি বান্ধবের বয়ফ্রেন্ডের বাইক আছে হাজবেন্ডের গাড়ি আছে। আপনি ভাবতে পারছেন ওই মেয়েটা কেন আপনার সাথে থাকবে। থাকতো যদি এটা ১৯৭১ সালের মেয়েরা হতো তাহলে। কারণ তখনকারমেয়েদের টাকা পয়সা নিয়ে এতটা নোংরা নেশা ছিল না যতটা না এই যুগের মেয়েদের আছে আর সত্যি বলতে এই যুগের মেয়েদের ভাই কোন মন বলতে কিছু থাকে না।


এরা শুধু নাটক করতে আসে ভালোবাসার নাটক শেষ হয়ে গেলে যখন ভালো কাউকে পেয়ে যায় তখন যাওয়ার নাটক শুরু করে আর যাওয়ার আগে বলে যায় ভালো থেকো সুখে থেকো তুমি আমার থেকে অনেক ভালো কাউকে পাবে তাহলে এবার আপনারাই বলুন আপনাদের ক্যারিয়ারের ফোকাস করা উচিত নাকি দুদিনের ভালোবাসা দুদিনের এট্রাকশনের জন্য তাও যদি সেই ভালোবাসা থাকতো তাহলে একটা কথা ছিল টাকা না থাকলে থাকবেই না ভাই কনফার্ম লিখে নেও।

ভাই যদি বাংলা কথা বলি তাহলে আগে নিজে বড় হন টাকা ইনকাম মেইন কথা হচ্ছে টাকা ইনকাম করুন ভাই মেয়ে মানুষ থাকবে তখন না হলে থাকবে না। আশা করি আমার কথা বুঝতে আপনাদের আর কোন সমস্যা নেই।

নাম্বার ৩ নিজের চরিত্র নিয়ে ভাবুন অন্যের চরিত্র ঠিক করতে যাবেন না

নিজেকে পরিবর্তন করার উপায় ; আমরা যখন কাউকে ভালবাসি তখন আমরা আমাদের ভালোবাসা থেকেই বিপরীত পাশের মেয়েটাকে বলি তুমি এটা করতে পারবা না তুমি ওটা করতে পারবা না এটা করলে খারাপ হবে এই জায়গায় গেলে খারাপ হবে ওই বান্ধবীটার সাথে মিশনা কোন ছেলে পানিও না এদের সাথে মেশা খারাপ তোমার ওই দুই বান্ধবী খুব খারাপ ওদের সাথে থাকলে তুমি খারাপ হয়ে যাবে এইসব কথা যখন আপনি আপনার বিপরীত পাশের মেয়েটাকে বলবেন তখন আপনি ভালোর জন্য বলেছেন কিন্তু আপনার সঙ্গে সেটা ভালোভাবে নিবেনা।

কারন কি জানেন ওই যে ভাড়া বাড়ি আপনি যতই ভাই দেখে শুনে সাজিয়ে গুছিয়ে রাখেন না কেন দিন শেষে ওটা আপনার মা কোনটা আপনার জানেন যে আপনার বিবাহিত বউ হবে সে গার্লফ্রেন্ডকে আমি যতই বড় মনে করে খেয়াল রাখেন শাসন করেন দিন শেষে সে আপনাকে পাত্তাই দিবে না উল্টা আপনি তার কাছে ভিলেন হয়ে যাবেন ওই মেয়েটা কি ভাববে জানেন জীবনটা আবার শেষ করে দিল এটা করো না ওটা করো না খালি আজাইরা প্যাচাল পারে।


জীবনটা একদম শেষ এইসব ভাববে ভাই আপনি যে তার ভালোর জন্য ভাবছেন এগুলা কোনদিন ভাববে না তাই সে কি করলে তার খারাপ হবে এগুলা ছেড়ে দিন ভাই কারণ এগুলো করে যদি আপনি তার কাছে ভালো হইতেন সে যদি আপনার মূল্য বুঝতো তাহলে ভাই অবহেলা করত তাই নিজেকে পরিবর্তন করব আপনি যদি এগুলা করা ছেড়ে দেন দেখবেন যে আপনার বিপরীত পাশের মানুষ দু তিন দিন ভালো আছে তারপরে ছেড়ে দিলেও তেমন একটা লাভ নেই কারণ সে আরেকজনের সাথে চলে যাবে।

আসলে একটা কথা আছে না ভাই যে সঙ্গ দোষে নেওয়া ভাসে আপনি যাকে ভালবাসেন তার যদি সঙ্গ খারাপ হয়ে থাকে তাহলে ভাই দিন শেষে আপনার কিছুই করার নেই আপনার ভালোবাসার মানুষ হাত থেকে যাবে আর তার চরিত্রের কি অবস্থা হবে সেটা আপনি আন্দাজ করতে পারবেন তাই ভাই এগুলা আজাইরা চিন্তা বাদ দিয়ে নিজে কিভাবে হ্যাপি থাকতে পারবেন সেটা নিয়ে চিন্তা করুন নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন খুশি থাকার চেষ্টা করুন এতে করে আপনি ভালো থাকবেন না হলে ভাই ডিপ্রেশনের পরে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরতেহবে বলে দিলাম।

লেখকের মন্তব্য

নতুন করে আমি আর কি বলবো যা বলার আপনাদের কে বলে দিয়েছে ব্যক্তিগত আমার একটা মতামত থাকবে যাদের এখনো কোনো রিলেশনশিপ হয়ে ওঠে নাই সিঙ্গেল আছেন তারা এসব ভালোবাসার চক্করে পড়তে যাবেন না এটা আপনার জীবন নষ্ট করে দিবেন আর যারা রিলেশনশিপে আছেন তারা দয়া করে যে মানুষটা আপনার গুরুত্ব দেয় না আমি মনে করি তার কোন গুরুত্ব আপনার কাছে থাকা উচিত নয় নিজেকে ভালো রাখার চেষ্টা করুন আর নিজের বাবা মাকে ভালো রাখার চেষ্টা করুন এতে আপনার মন ভাল থাকবে আর আল্লাহ খুশি হবে। যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি।

ততক্ষণ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url