কারফিউ মানে কি ও কারফিউ কেন জারি করা হয় ?

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। বর্তমানে দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আর্টিকেল লেখা খুবই দুষ্কর কিন্তু তবুও পরিস্থিতির কথা বিবেচনা করে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় আপনাদের মধ্যে অনেকেই জানেন না এমনকি আমি নিজেও জানতাম না।


আপনারা হয়তো ভাবছেন কি নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রচলিত কারফিউ ব্যবস্থা নিয়ে শুরুতে যখন কারফিউ জারি করা হয় তখন আমরা কেউ বুঝতে পারেনি আসলে কারফিউ জিনিসটা কি তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কারফিউ কি এবং কারফিউ কেন জারি করা হয় ? তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ;

কারফিউ কি ?

কারফিউ শব্দটি খুব একটা  প্রচলিত শব্দ না হলেও বর্তমান সময়ে অর্থাৎ ২০২৪ সালে আমরা কিছুদিন ধরে আমরা এই শব্দটি শুনছি। আর এই শব্দটি শোনার পর থেকে আমাদের সবার মনে একটা প্রশ্ন অবশ্যই জেগেছে যে কারফিউ কি কারফিউ কে জারি করতে পারে বা কারফিউ কেন জারি করা হয়ে থাকে ?

আজকে আমরা এই সবগুলো বিষয় নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব তাই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।

কারফিউম মূলত একটি ইংরেজী শব্দ যার বাংলা প্রতিশব্দ হচ্ছে আগুন ঢেকে রাখা বা আচ্ছাদিত করে রাখা অর্থাৎ পরিবেশকে ঠান্ডা রাখা। সাধারণ কারফিউ শব্দটির একটি পুরনো ইতিহাস রয়েছে ইতিহাস টি হল মধ্য যুগে ইউরোপিয়ান শহর গুলোর বাড়িঘর সাধারণত কার্ড দিয়ে নির্মাণ করা হতো আর আমরা সবাই জানি যে আগুন জালানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কাট যার ফলে আগুন খুব দ্রুত এক বাড়ি থেকে আরেকবারই বিস্তার লাভ করত অর্থাৎ আগুন ধরে গেলে ব্যাপারটা খুবই ভয়ানক রূপ ধারণ করত।

আর এই আগুনকে থামিয়ে রাখার জন্য সন্ধ্যার সময় একটি নির্দিষ্ট সময়ে জনগণকে তাদের আগুনের তুলা গুলো ঢেকে রাখার নির্দেশ দেয়া হতো তার জন্য চুলার আগুন ঢেকে রাখার নির্ধারিত সময় হলে সংকেত হিসেবে বাজানো হতো একটি ঘন্টা যে ঘন্টাকে বলা হতো কভার ফায়ারবেল বর্তমান সময়ে যেটাকে বলা হয়ে থাকে কারফিউ। সেই প্রচলনকে ধরে রেখেই বর্তমান সময়ে এখনো দেশে কোন খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে কারফিউ জারি করা হয়ে থাকে।

কারফিউজবলতে এমন বোঝানো হয়েছে যে দেশের কোন খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে অর্থাৎ যদি পরিস্থিতি না গেলে না থাকে তাহলে সবাইকে নিজ নিজ জায়গায় স্থায়ী থাকতে যাতে করে পরিবেশ আবার আগের মত ঠান্ডা হতে সুবিধা হয়। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন।

যদিও পূর্ববর্তী সময়ে কারফিউ জারি করা হতো সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যার পর থেকে কেউ আর বাড়ি থেকে বাইরে বের হতে পারবে না যার কারণে কারফিউ শব্দটির বাংলা প্রতিশব্দ বলা হয়েছিল সান্ধ আইন কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই আইন বদলে গিয়ে পরবর্তীতে কারফিউ  দিনরাত 24 ঘন্টার মধ্যে যেকোনো সময় জারি করা যেতে পারে ঠিক যেমন বর্তমান সময়ে কারফিউ জারি করা হয়েছিল দিনের বেলায়।

আশা করি কারফিউ শব্দটির মানে কি আপনাদের আর বুঝতে কোন অসুবিধা নেই।

কারফিউ কে জারি করতে পারবে ?

আইনগত নিয়মাবলী থেকে জানা গেছে যে কারফিউ শব্দটি বা বিধানটি যে সময় পরিবর্তন করা হয়েছে বা প্রবর্তন করা হয়েছে সেই সময় তথা ১৯৭৩ সাল থেকে ১৯৭৪ সালের শুরুর দিকের ধারাবাহিক ঘটনাবলী এবং আইনের প্রস্তাবনা থেকে আমরা এমন ধারণা করতে পারি যে দেশের অভ্যন্তরে দুর্ঘটনামূলক বা ধ্বংসাত্মক ক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য সরকারের নির্দেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারগণ কারফিউ জারি করতে পারবেন।

আপনাদের সবার জানার সুবিধার্থে বলে দিচ্ছি যে কারফিউ সমগ্র দেশে কিংবা দেশের কোন নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কোন সময় বা দিনের জন্য এমনকি অনির্দিষ্ট সময়ের জন্য জারি করা হয়ে থাকে এটা নির্ভর করে পরিস্থিতির উপর।

কারফিউর নিয়ম ভাঙলে কি হবে ?

জনগণের সেফটির কথা বিবেচনা করে জানানো হয়েছে যে গণশান্তি এবং জনজীবন রক্ষার্থে সিভিল অথরিটিকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকে আহবান করা যাবে বা ডাকা যাবে এবং পরিস্থিতি বিবেচনায় কারফিউজারীর আদেশে কারফিউর আদেশ যারা অমান্য করবে বা নিয়ম না মেনে যারা বাইরে বের হবে তাদেরকে দেখামাত্র গুলি করার নির্দেশ ও দেয়া যাবে এবং এমন আদেশ কে বেআইনি বলে গণ্য করা যাবে না।

লেখকের মন্তব্য

এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন কারফিউ মানে কি এবং কারফিউ কেন জারি করা হয়। কারফিউ সাধারণত জারি করা হয়ে থাকে দেশে খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে সেটাকে শান্ত করার জন্য আপনারা যারা ছাত্র আন্দোলন সম্পর্কে অবগত আছেন তারা তো বাস্তবতার মুখোমুখি হয়েছে নি তাই আপনাদেরকে বেশি জ্ঞান দেয়ার দরকার আছে বলে আমি মনে করি না। সবার কাছে একটাই অনুরোধ থাকবে দেশের অবস্থা যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং পরিস্থিতি সান্তনা হওয়া পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আকাশ সিটির নীতিমালা দেখে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url